• জাতীয়

    ১৫ বছর পরও বিচার অধরা: কাঁটাতারের সেই ফেলানী ও তার পরিবারের আর্তনাদ

      প্রতিনিধি 7 January 2026 , 11:45:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে কিশোরী ফেলানী খাতুন হত্যার ১৫ বছর পূর্ণ হচ্ছে কাল। ২০১১ সালের ৭ জানুয়ারি সংঘটিত সেই নৃশংস হত্যাকাণ্ডের দেড় দশক পেরিয়ে গেলেও আজও ন্যায়বিচারের আশায় প্রহর গুনছে তাঁর পরিবার। ভারতের উচ্চ আদালতে মামলাটি দীর্ঘকাল ধরে ঝুলে থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ফেলানীর মা-বাবা।

    বিচার নিয়ে মা-বাবার আকুতি: ফেলানীর বাবা নুর ইসলাম বলেন, ‘১৫ বছর ধরে আমি আমার মেয়ের হত্যার বিচার চাইছি। আজও সীমান্তে মানুষ পাখির মতো মারা যাচ্ছে। ফেলানীর বিচার হলে আর কোনো বিএসএফ সদস্য কাউকে গুলি করার সাহস পেত না।’ তিনি আক্ষেপ করে বলেন, মৃত্যুর আগে তিনি নিজের চোখে মেয়ের হত্যার বিচার দেখে যেতে চান।

    মা জাহানারা বেগম অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, ‘আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত বিচার পেলাম না। ১৫ বছর ধরে আমরা শুধু অপেক্ষাই করছি।’

    বিজ্ঞাপন

    ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সঙ্গে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয় ফেলানী। গুলিবর্ষণের পর ফেলানীর মরদেহ কয়েক ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকার সেই বীভৎস দৃশ্য দেশ-বিদেশের গণমাধ্যম ও জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ১৯৯৬ সালে জন্ম নেওয়া ফেলানী ছিল মা-বাবার আট সন্তানের মধ্যে সবার বড়। ভারতে সপরিবারে বসবাস করলেও বিয়ের উদ্দেশ্যে দেশে ফেরার পথেই সীমান্তে প্রাণ হারায় সে।

    ২০১৩ সালে বিএসএফের বিশেষ আদালতে এই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়। কিন্তু অভাবনীয়ভাবে আদালত অভিযুক্ত অমিয় ঘোষকে খালাস দেয়। পরবর্তী সময়ে তীব্র সমালোচনার মুখে পুনর্বিচার শুরু হলেও সেখানে একই রায় বহাল রাখা হয়। এরপর ২০১৫ সালে ভারতের উচ্চ আদালতে ন্যায়বিচারের আশায় রিট আবেদন করা হয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি আজও হয়নি।

    সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণহানি বন্ধে এবং ফেলানী হত্যার বিচার নিশ্চিতে দুই দেশের সরকারের কার্যকর পদক্ষেপ দেখার অপেক্ষায় আছে শোকাতুর পরিবারটি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:08 AM টিভিতে আজকের খেলা (১৬ জানুয়ারি, ২০২৬) 7:47 AM খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ 7:39 AM আজ ফের মাঠে ফিরছে বিপিএল 7:33 AM গাজায় যুদ্ধবিরতিতেও থামছে না ইসরায়েলি হামলা 7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু