
প্রতিনিধি 4 January 2026 , 6:23:10 প্রিন্ট সংস্করণ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) পদ্ধতি, আগামী ৩ মাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন-পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। রোববার (৪ জানুয়ারি) মোবাইল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ ছাড়াও উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে গ্রেপ্তার ১১ জনকে ছেড়ে দেয়া হবে বলেও জানান তিনি। অপরদিকে, সকাল সাড়ে ১০টার পর কারওয়ান বাজার সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি করেন মোবাইল ব্যবসায়ীরা। এরপর থেকেই মূলত পুলিশ তাদের রাস্তা থেকে সরাতে অভিযান শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে যোগ দেয় র্যাব ও সেনাবাহিনী। দফায় দফায় সংঘর্ষের পর দুপুর ২টার পর রাস্তা ছেড়ে যান ব্যবসায়ীরা।
জানা গেছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে রোববার পরিবারসহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।