
প্রতিনিধি 4 January 2026 , 3:49:41 প্রিন্ট সংস্করণ

গানের জগতের পরিচিত মুখ হৃদয় খান এবার ভিন্ন এক পরিচয়ে তার ভক্তদের সামনে হাজির হলেন। দীর্ঘদিন গান দিয়ে শ্রোতাদের মন জয় করার পর অভিনয়ে পা রাখলেন এই শিল্পী।
সম্প্রতি হৃদয় খান অভিনীত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ পেয়েছে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি এটির পরিচালকও তিনি। এতে তার বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মোনালিসা।
‘ট্র্যাপড’ শিরোনামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কিছু দৃশ্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ক্যাপশনে হৃদয় লেখেন, ‘স্বাধীনতা তখন নিষ্ঠুর জিনিস যখন ভুল লোকেরা তোমাকে তা দিতে চায়।


এই স্বল্পদৈর্ঘ্যে উঠে এসেছে, নিউইয়র্কে হৃদয় নামের এক যুবক কিভাবে আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। টানটান উত্তেজনা, প্রেম আর নাটকীয় রহস্যের মধ্য দিয়ে ট্র্যাপডের গল্প এগিয়েছে।
নতুন কাজ নিয়ে হৃদয় জানান, ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ট্র্যাপড’। শর্ট ফিল্মটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন গায়ক নিজেই। নেটদুনিয়ায় কাজটি প্রকাশ করে এ শিল্পী জানান, নতুন এই গল্পটি তার জীবন থেকেই তৈরি করা হয়েছে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রসঙ্গে হৃদয় আরও বলেন, ‘অনেক সময় নিয়ে কাজটি তৈরি। আশা করছি, আমার সিনেমাটি সবাই পছন্দ করবে।’ এই শর্ট ফিল্মটিতে হৃদয় খান, মোনালিসা সহ নিউইয়র্কের স্থানীয় শিল্পীরাও অভিনয় করেছেন বলে জানা গেছে।