
প্রতিনিধি 3 January 2026 , 7:21:08 প্রিন্ট সংস্করণ

মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে যুক্তরাষ্ট্রের হেফাজতে আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এমন দাবি করেছেন রিপাবলিকান মার্কিন সিনেটর মাইক লি। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে জানিয়েছেন, মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগে বিচার অনুষ্ঠিত হবে।

ওয়াশিংটনের শীর্ষ কূটনীতিকের সঙ্গে টেলিফোনে আলাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিনেটর লি বলেন, মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকায় ভেনেজুয়েলা ইস্যুতে আপাতত আর কোনো অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছেন না রুবিও।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তর কিংবা ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।