
প্রতিনিধি 3 January 2026 , 4:54:34 প্রিন্ট সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত ৩ দিনের রাষ্ট্রীয় শোক শুক্রবার (২ জানুয়ারি) শেষ হয়েছে। শোক কর্মসূচির শেষ দিনে সারাদেশে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া অন্য ধর্মীয় উপাসনালয়েও তার স্মরণে প্রার্থনা করা হয়।

অপরদিকে, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন-বেগম খালেদা জিয়া। পরদিন বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজা শেষে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায়, তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়। ওই দিন সারাদেশে রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি সাধারণ ছুটি পালিত হয়।