
প্রতিনিধি 2 January 2026 , 10:47:42 প্রিন্ট সংস্করণ

প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয়ে থাকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। সেই হিসেবে চলতি বছরও মাঠে গড়াবে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আসর। আগামী ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি নামিবিয়া ও জিম্বাবুয়ের মাঠে বসবে ১৬ দলের যুব বিশ্বকাপের এই আসর।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে আসন্ন ২০২৬ অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের চূড়ান্ত দলে সহঅধিনায়কের ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
এছাড়া দলে আছেন সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সাদ ইসলাম, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমনরা।

প্রতিযোগিতায় চারটি গ্রুপে ৪টি করে দল থাকছে। ২৩ দিনে হবে ৪১ ম্যাচ। যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিন দল যাবে সুপার-সিক্স পর্বে। সেখান থেকে নির্ধারিত হয়ে সেমিফাইনাল ও ফাইনালে লড়বে।
১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও ভারত ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের আসর। প্রথম দিনে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড এবং অভিষিক্ত দল তাঞ্জানিয়া ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ১৭ জানুয়ারি, বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।
এর তিন দিন পর ২০ জানুয়ারি একই ভেন্যুতে লাল-সবুজ জার্সিধারীরা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে ২৩ জানুয়ারি। টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল দেশ ছাড়বে আগামী রোববার রাতে। তার আগে শনিবার হবে অফিসিয়াল ফটোসেশন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল- আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহঅধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সাদ ইসলাম, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।