প্রতিনিধি 16 September 2025 , 8:34:28 প্রিন্ট সংস্করণ

‘হামি নেপাল’ গোষ্ঠীর নেতা সুদান গুরুঙ ও তার সমর্থকরা নেপালের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুশিলা কার্কির পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন। মাত্র দু’দিন আগে শপথ নেয়া কার্কিকে জেন জি প্রজন্মের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছিল। জানা গেছে প্রধানমন্ত্রী কার্যালয় বালুবাটারে, রোববার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে উত্তেজনা দেখা দিয়েছে।

তাদের প্রধান দাবি, প্রধানমন্ত্রী তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রী নিয়োগ দিয়েছেন তাদের পরামর্শ না নিয়ে, যা হামি নেপালের বিরোধিতা করেছে। নতুন মন্ত্রীরা হলেন: গৃহমন্ত্রী ওম প্রকাশ আর্যল, অর্থমন্ত্রী রমেশ্বর খানাল এবং শক্তি মন্ত্রী কুলমান ঘিসিং। সুদান গুরুঙ বলেন, “আমরা প্রধানমন্ত্রী চাই না, আমরা পরিবর্তন চাই। বর্তমান সংসদ বিলুপ্ত করতে হবে এবং নতুন নেতৃত্বের অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে যা জেন জি-এর দাবি প্রতিফলিত করবে।”
উল্লোখ্য, ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আন্দোলন পুরো দেশে ছড়িয়ে পড়ে এবং নেপালে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। এই আন্দোলনের নেতৃত্বে ছিল হামি নেপাল, যা তরুণদের সংগঠন ও জাতীয় রাজনৈতিক সংস্কারের দাবিতে কাজ করে।