আন্তর্জাতিক

কাতারে নজিরবিহীন হামলা: দোহায় আরব নেতাদের জরুরি বৈঠক

  প্রতিনিধি 15 September 2025 , 5:17:23 প্রিন্ট সংস্করণ

- কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল-থানি (মাঝে), দোহায় জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। ছবি: ১৪ সেপ্টেম্বর, রয়টার্স।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

কাতারে ইসরায়েলের নজিরবিহীন হামলার প্রায় এক সপ্তাহ পর রোববার রাজধানীর দোহায় যৌথ জরুরি সম্মেলন ডেকেছে, আরব লীগ এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি)। এ বৈঠকের মাধ্যমে ইসরায়েলের ওপর চাপ বাড়ানো এবং ফিলিস্তিনের গাজায় যেন চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের অবসান ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলে বিদেশী গণমাধ্যমগুলোতে জানানো হয়েছে।

বার্তা সংস্থা-এএফপির হাতে আসা খসড়া বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহে কাতারে হামলা এবং ফিলিস্তিনে ইসরায়েলের ‘গণহত্যা ও জাতিগত নিধনযজ্ঞ’ আরব দেশগুলোর সঙ্গে শান্তি ও সহাবস্থানের সম্ভাবনাকে দুর্বল করছে’। এটা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের পথে এবং ভবিষ্যতের সব চুক্তিকে হুমকির মুখে ফেলছে।

বিজ্ঞাপন

অপরদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, দোহায় অভিজাত এলাকায় গত সপ্তাহে চালানো ইসরায়েলি বিমান হামলায় তাদের শীর্ষ নেতারা বেঁচে গেছেন। ওই হামলায় ৬ জন নিহত হন, যা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর নিন্দা জানান।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি প্রস্তুতিমূলক বৈঠকে বলেন, এখন সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিচারিতা বন্ধ করা এবং ইসরায়েলকে তার সব অপরাধের জন্য শাস্তি দেয়া। গাজায় তাদের ‘নিধনযুদ্ধ’ সফল হবে না। যুদ্ধ শেষ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, হামাস এবং ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:39 PM পুলিশ সদস্যদের নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না 4:23 PM খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ফিজিওর মৃত্যু 4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি