• আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

      প্রতিনিধি 19 December 2025 , 5:30:10 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার স্টেটসভিলে একটি সেসনা ৫৫০ বিজনেস জেট দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরগাড়ি রেসার (নাসকার) সাবেক কিংবদন্তি ড্রাইভার গ্রেগ বিফল এবং তার পরিবারের সদস্যরা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উত্তর ক্যারোলিনার স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়।

    ৫৫ বছর বয়সী গ্রেগ বিফেল যুক্তরাষ্ট্রের একজন প্রথম সারির মোটরগাড়ি রেসার ছিলেন।

    ২০ বছরের ক্যারিয়ারে তিনি জাতীয় ও রাজ্য পর্যায়ের বিভিন্ন গাড়ি রেসিং টুর্নামেন্টে অংশ নিয়ে মোট ১৯ বার চ্যাম্পিয়ন হন। ২০২২ সালে তিনি রেসিং ক্যারিয়ার থেকে অবসর নেন। নাসকারের সর্বকালের সেরা ৭৫ জন রেসারের তালিকায়ও তার নাম রয়েছে।
    বিমানটি স্টেটসভিল বিমান বন্দরের রানওয়েতে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে আছড়ে পড়ে।

    বিজ্ঞাপন

    আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটির জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায় বলে স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিমানটিতে কোনো উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি। পরে দগ্ধ অবস্থায় গ্রেগ বিফেলসহ সাতজনের দেহাবশেষ উদ্ধার করা হয়।
    দুর্ঘটনার পর স্টেটসভিল বিমানবন্দর কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে কার্যক্রম স্থগিত ঘোষণা করে।

    এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় সড়ক নিরাপত্তা বিষয়ক নিয়ন্ত্রণ সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই ঘটনায় তদন্ত শুরু করেছে।
    আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি (সেসনা ৫৫০ বিজনেস জেট) গ্রেগ বিফেলের নামে নিবন্ধিত ছিল। অর্থাৎ তিনি বিমানটির মালিকও ছিলেন। গতকাল সকালে নর্থ ক্যারোলাইনার প্রধান শহর নর্থ ক্যারোলাইনার বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি।

    সূত্র : রয়টার্স, বিবিসি।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:08 AM টিভিতে আজকের খেলা (১৬ জানুয়ারি, ২০২৬) 7:47 AM খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ 7:39 AM আজ ফের মাঠে ফিরছে বিপিএল 7:33 AM গাজায় যুদ্ধবিরতিতেও থামছে না ইসরায়েলি হামলা 7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু