• খেলা

    যুব এশিয়া কাপ: শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে টাইগার জুনিয়ররা

      প্রতিনিধি 17 December 2025 , 8:16:44 প্রিন্ট সংস্করণ

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠার আনন্দে বাংলাদেশ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মিডল অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় সংগ্রহটা খুব বেশি বাড়েনি। তবে বোলাররা সেটাইকেই যথেষ্ঠ প্রমাণ করলেন। ইকবাল হোসেন ইমন, শাহরিয়ার আহমেদ, সামিউন বাশিরদের দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ।

    দুবাইয়ে বুধবার (১৭ ডিসেম্বর) লঙ্কান যুবাদের ৩৯ রানে হারায় টাইগার জুনিয়ররা। ২২৫ রানের পুঁজি নিয়ে তারা ৫ বল বাকি থাকতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয় ১৮৬ রানে। ৩ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা বাংলাদেশই। শেষ চারে আজিজুল হাকিমের দলের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্স-আপ পাকিস্তান। আর ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে রানার্স-আপ হওয়া শ্রীলঙ্কা শেষ চারে খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে।

    অপরদিকে, ১২৬ রানে ৮ উইকেট তুলে নেয়ার পর বাংলাদেশের জয় মনে হচ্ছিল সময়ের ব্যপার। কিন্তু এরপর অপেক্ষা বাড়ান আধাম হিলমাই ও রাসিথ নিমসারা। দুজনে গড়েন ইনিংস সর্বোচ্চ ৫৬ রানের জুটি। ৩৮ বলে ৩৯ রান করা আধামকে ফিরিয়ে জুটি ভাঙেন ইমন। শেষ ওভারের প্রথম বলে রাসিথকে ফিরিয়ে কাঙ্ক্ষিত জয় এনে দেন সাদ ইসলাম। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ছয় নম্বর ব্যাটার চামিকা হেনাতিগালা।

    বিজ্ঞাপন

    এর আগে দুবাইয়ের আইসিসি একাডেমির মাঠে টসে হেরে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারদের দৃঢ়তায় ভালো শুরু পায় বাংলাদেশ। তবে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। আগের দুই ম্যাচের তো এদিনও ঝড়ো শুরু করেন জাওয়াদ আবরার। ৩৬ বলে চারটি করে ছক্কা ও চারে ৪৯ রান করেন এই ওপেনার। তার ঝড়ো ব্যাটিংয়েই ১২.৩ ওভারে ৮৪ রানের উদ্বোধনী জুটি পায় দল।

    কিন্তু এই ধারা ধরে রাখতে পারেননি বাকিরা। আরেক ওপেনার রিফাত বেগ আউট হন খানিক পরেই, ৪৮ বলে ৩৬ রান করে। তিনে নেমে আজিজুল করেন ৪৮ বলে ২৯ রান। ৬০ বলে ৩২ রান করেন কালাম সিদ্দিকী। ২ উইকেটে ১৫৬ রানের শক্ত ভীতে দাড়িয়েও একটা সময় ২০০ রানও কঠিন মনে হতে থাকে। কিপার ব্যাটার ফরিদ হাসানের ৪০ বলে ২৯ রানের ইনিংসে দুইশ পার করে দল। দুই ছক্কায় সংগ্রহটা বাড়িয়ে নেন ১১ নম্বর ব্যাটার ইমন। ৪৬.৩ ওভারে ২২৫ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। এই রানই যথেষ্ঠ প্রমাণ করেন বোলাররা।

    ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন ইমন। ১০ ওভারে সমান ২৭ রান দিয়ে ৩টি শিকার ধরেন শাহরিয়ার, ২টি সামিউনের। একটি করে নেন সাদ ইসলাম ও আজিজুল। ‘বি’ গ্রুপ থেকে আগেই দুই দলের শেষ ৪ নিশ্চিত হওয়ায় একই দিন আফগানিস্তানের বিপক্ষে নেপালের ম্যাচটি পরিণত হয় স্রেফ আনুষ্ঠানিকতার। সেই ম্যাচে নেপালকে ১২৪ রানে গুটিয়ে ৬ উইকেটে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে আফগানরা। আগামী শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১ টায় শুরু হবে সেমিফাইনালে ম্যাচ দুটি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:24 AM দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা 11:17 AM ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক: বিপাকে ভারত 10:52 AM বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ 10:37 AM ইরান যুদ্ধের জন্য প্রস্তুত 9:56 PM ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী 9:52 PM দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের, ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা 9:00 PM ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়: বিসিবি 8:36 PM এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন 8:09 PM নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা 7:48 PM বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা