
প্রতিনিধি 17 December 2025 , 11:03:43 প্রিন্ট সংস্করণ

বছরের সেরা ফুটবলার নির্বাচনে এবার একই সিদ্ধান্তে পৌঁছাল ফিফা ও ফ্রান্স ফুটবল। ব্যালন ডি’অর জয়ের পর এবার ফিফার ‘দ্য বেস্ট ২০২৫’ পুরস্কারও জিতে নিলেন পিএসজি তারকা উসমান ডেম্বেলে। ভিনিসিয়ুস জুনিয়রের উত্তরসূরি হিসেবে এই পুরস্কার জিতে ইতিহাসের প্রথম ফরাসি ফুটবলার হলেন তিনি।
কাতারের দোহায় ফেয়ারমন্ট হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ডেম্বেলের হাতে তুলে দেওয়া হয় বর্ষসেরার ট্রফি। আগের ব্যালন ডি’অর গালার সময় যেখানে ম্যাচের কারণে সতীর্থদের উপস্থিতি পাননি তিনি, সেখানে এবার সতীর্থদের সঙ্গেই মঞ্চে ওঠার সুযোগ পান পিএসজির এই আক্রমণভাগের নেতা।

পুরস্কার গ্রহণের সময় ডেম্বেলে বলেন, “এই সাফল্যের পেছনে আমার সতীর্থদের অবদান সবচেয়ে বেশি। কঠোর পরিশ্রমের ফল শেষ পর্যন্ত পাওয়া যায়। পরিবার ও পিএসজিকে ধন্যবাদ-আমরা দুর্দান্ত একটি বছর কাটিয়েছি।”
কয়েক বছর আগেও এমন দৃশ্য কল্পনা করা কঠিন ছিল। তবে কোচ লুইস এনরিকের অধীনে ডেম্বেলের ক্যারিয়ারে আসে বড় রূপান্তর। ‘ফলস নাইনে’ নতুন ভূমিকায় নিজেকে মানিয়ে নিয়ে তিনি হয়ে ওঠেন পিএসজির সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। গত মৌসুমে ফরাসি ক্লাবটির ট্রেবল জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন তিনি
লিগ ওয়ানে ২১ গোল করে যৌথ সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছিলেন ডেম্বেলে। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বেও প্রায় প্রতিটি ম্যাচে গোল বা অ্যাসিস্টে অবদান রেখেছেন তিনি-ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে দুইটি অ্যাসিস্টও ছিল তার ঝুলিতে। সব মিলিয়ে ২০২৪–২৫ মৌসুমে ৩৩ গোল ও ১৫ অ্যাসিস্টসহ মোট ৪৮টি গোল অবদানে ক্যারিয়ারের সেরা সময় কাটান এই ফরাসি ফরোয়ার্ড।
একসময় চোট ও ফর্মহীনতায় প্রায় হারিয়ে যেতে বসেছিলেন ডেম্বেলে। কিন্তু সব সংশয় ছাপিয়ে ফিরে এসে নিজেকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠা করলেন তিনি।
‘দ্য বেস্ট’-এ পিএসজির আধিপত্য
এবারের আসরে ডেম্বেলে ছাড়াও পিএসজির আরও অনেকে পুরস্কৃত হয়েছেন। লুইস এনরিক নির্বাচিত হয়েছেন বর্ষসেরা কোচ। ফিফার ঘোষিত বর্ষসেরা একাদশেও জায়গা পেয়েছেন পিএসজির একাধিক খেলোয়াড়, যা ক্লাবটির মৌসুমজুড়ে দাপটেরই প্রমাণ।

বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন উসমান দেম্বেলে (পিএসজি ও ফ্রান্স), আশরাফ হাকিমি (পিএসজি ও মরক্কো), হ্যারি কেইন (বায়ার্ন ও ইংল্যান্ড), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স), নুনো মেন্দেজ (পিএসজি ও পর্তুগাল), কোল পালমার (চেলসি ও ইংল্যান্ড), পেদ্রি (বার্সেলোনা ও স্পেন), রাফিনিয়া (বার্সেলোনা ও ব্রাজিল), মোহাম্মদ সালাহ (লিভারপুল ও মিসর), ভিতিনিয়া (পিএসজি ও পর্তুগাল) ও লামিনে ইয়ামাল (বার্সেলোনা ও স্পেন)।

সেরা নারী ফুটবলার আইতানা বোনমাতি
ব্যালন ডি’অরের মতো ২০২৫ সালে ফিফা দ্য বেস্টেও সেরা নারী খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। টানা তৃতীয়বার ফিফা দ্য বেস্টে সেরা খেলোয়াড় হলেন বোনমাতি।
সেরা নারী কোচ সারিনা ভিগমান,পুরুষ কোচ লুইস এনরিকে
ব্যালন ডি’অরের মতো ফিফা বেস্টেও সেরা নারী ও পুরুষ কোচ হয়েছেন ইংল্যান্ড জাতীয় নারী দলের সারিনা ভিগমান ও চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি কোচ লুইস এনরিকে।
বর্ষসেরা একাদশ (পুরুষ)
গোলকিপার: জিয়ানলুইজি দোন্নারুম্মা
ডিফেন্ডার: আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ফন ডাইক, নুনো মেন্দেস
মিডফিল্ডার: কোল পালমার, জুড বেলিংহাম, ভিতিনিয়া, পেদ্রো
ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে
বর্ষসেরা একাদশ (নারী)
গোলকিপার: হানা হ্যাম্পটন
ডিফেন্ডার: লুসি ব্রোঞ্জ, লিয়া উইলিয়ামসন, ইরিন পারেদেস, ওনা বাটলে
মিডফিল্ডার: প্যাট্রিসিয়া গুইজারো, আইতানা বোনমাতি, ক্লাউদিয়া পিনা
ফরোয়ার্ড: মারিওনা কালেদেন্তে, আলেসিয়া রুসো, অ্যালেক্সিয়া পুতেয়াস
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছেন ডা. আন্দ্রেয়াস হারলাস-নয়কিং।
গত এপ্রিল মাসে ২. বুন্দেসলিগার একটি ম্যাচে এসএসভি ইয়ান রেগেন্সবুর্গের দলীয় চিকিৎসক হিসেবে মাঠে উপস্থিত ছিলেন। সে সময় এক দর্শক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা দিয়ে তাঁর জীবন বাঁচান ডা. হারলাস-নয়কিং।
মানবিকতা ও পেশাদারিত্বের অনন্য উদাহরণ রাখার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার।
মঁতিয়েল জিতলেন পুসকাস অ্যাওয়ার্ড
পুসকাস অ্যাওয়ার্ডের বিজয়ী… সান্তিয়াগো মঁতিয়েল!
মে মাসে ইন্ডিপেনদিয়েন্তে রিভাদাভিয়ার বিপক্ষে ইন্ডিপেনদিয়েন্তের হয়ে বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর অবিশ্বাস্য ওভারহেড কিকই এনে দিল এই সম্মান।
ওভালে জিতলেন মার্তা অ্যাওয়ার্ড
বর্ষসেরা নারী ফুটবলারদের গোলের জন্য দেওয়ামার্তা অ্যাওয়ার্ড জিতেছেন লিজবেথ ওভালে। গুয়াদালাহারার বিপক্ষে তিগ্রেসের হয়ে করা চোখধাঁধানো স্করপিয়ন কিক-ধাঁচের ফিনিশিংয়ের জন্যই এই স্বীকৃতি পেয়েছেন মেক্সিকান ফরোয়ার্ড।
হ্যাম্পটন ও দোন্নারুম্মা জিতলেন সেরা গোলকিপার পুরস্কার
সেরা পুরুষ গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা
ফিফার দ্য বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড জিতেছেন ইংল্যান্ডের হানf হ্যাম্পটন ও ম্যানচেস্টার সিটির জিয়ানলুইজি দোন্নারুম্মা।
ইংল্যান্ডের ইউরো ২০২৫ জয়ে এবং চেলসির ঘরোয়া ট্রেবল জয়ে বড় ভূমিকা ছিল হ্যাম্পটনের। অন্যদিকে পিএসজির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দোন্নারুম্মা।