
প্রতিনিধি 16 December 2025 , 6:05:36 প্রিন্ট সংস্করণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে টাকার ঝনঝনানি আর রেকর্ডের ভাঙা-গড়ায় নতুন এক ইতহাস গড়লেন ক্যামেরন গ্রিন। আবুধাবিতে অনুষ্ঠিত ২০২৬ আইপিএল মিনি নিলামে এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে নিয়ে প্রত্যাশিত লড়াইয়ের শেষ হাসি হেসেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
অবিশ্বাস্য ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কেকেআর, যা আইপিএল ইতিহাসের নিলামে এখন পর্যন্ত সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।
নিলামে নিজের স্বদেশী মিচেল স্টার্কের গড়া রেকর্ডটিই ভেঙে দিলেন গ্রিন। ২০২৪ সালের নিলামে স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে ক্রিকেট বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিল এই কেকেআর-ই। এবার নিজেদের সেই রেকর্ড ভেঙে গ্রিনকে আকাশচুম্বী দামে কিনল তারা।

আইপিএলের ইতিহাসে ২০ কোটি রুপির গণ্ডি পেরোনো তৃতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হলেন গ্রিন। এর আগে মিচেল স্টার্ক ছাড়াও প্যাট কামিন্স (২০ কোটি ৫০ লাখ রুপি) এই মাইলফলক স্পর্শ করেছিলেন। তবে আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, গ্রিন পারিশ্রমিক হিসেবে সর্বোচ্চ ১৮ কোটি রুপি পাবেন। বাকি ৭ কোটি ২০ লাখ রুপি জমা হবে বিসিসিআই-এর বিশেষ তহবিলে।
ক্যামেরন গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৯টি আইপিএল ম্যাচ খেলেছেন। ১৫৩.৬৯ স্ট্রাইক রেটে করেছেন ৭০৭ রান।
নিলামের শুরুতেই নাটকীয়তা দেখা যায় অলরাউন্ডারদের ঘিরে। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনকে নিতে কোনো দলই আগ্রহ দেখায়নি তবে লড়াই জমে ওঠে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে। আরসিবি ও কেকেআর-এর মধ্যে দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত ৭ কোটি রুপিতে তাকে ছিনিয়ে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।