• সর্বশেষ

    নেত্রকোনায় স্পিডবোট ডুবি: নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

      প্রতিনিধি 14 September 2025 , 8:11:11 প্রিন্ট সংস্করণ

    - নেত্রকোনায় স্পিডবোট ডুবিতে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নেত্রকোনা জেলার খালিয়াজুরীতে ধনু নদে নৌকার সঙ্গে সংঘর্ষের পর, শনিবার ডুবে যাওয়া স্পিডবোটে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ১৩ সেপ্টেম্বর উষা মনি নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

    উদ্ধার মৃতদেহের পরিচয় হল-আন্ধাইর গ্রামের স্বপন মিয়ারের মেয়ে লায়লা আক্তার (৭), নবাব মিয়ারের মেয়ে শিরিন আক্তার (১৮) এবং সামসু মিয়ারের মেয়ে সামিয়া (১১)। স্থানীয়দের অভিযোগ, নৌকার সাথে সংঘর্ষের পর স্পিডবোটটি ইচ্ছে করে ডুবিয়ে দেয়া হয়েছে। তবে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত থানায় এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি।

    বিজ্ঞাপন

    সূত্রে জানা গেছে, শুক্রবার আন্ধাইর গ্রামের নবাব মিয়ারের ছেলে রানা মিয়ারের বিয়েবাড়িতে ভাড়ায় চালিত একটি স্পিডবোট আনা হয়। জুম্মার নামাজ শেষে এ স্পিডবোটে চড়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা গ্রামে কনের বাড়িতে বরসহ বরযাত্রীদের যাবার কথা ছিল। কিন্তু বরযাত্রী রওনা হওয়ার আগমুহূর্তে বিয়েবাড়ির ১৫ জন মিলে স্পিডবোটটি নিয়ে কিছুক্ষণের জন্য পাশের ধনু নদ এলাকায় ঘুরতে যান।

    এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডকে পাশ কাটিয়ে যাওয়ার সময় জেলেদের নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। হঠাৎ হুড়োহুড়ির একপর্যায়ে স্পিডবোট ডুবে যায় এবং ৪ শিশু নিখোঁজ হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এম এ কাদের জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:03 PM বিএনপির ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন 11:01 PM শহীদ ওসমান হাদি স্মরণে দেশব্যাপী দোয়া ও আধিপত্যবাদ বিরোধী খুতবার আহ্বান 9:45 PM আঞ্চলিক নেতাদের সার্ক পুনরুজ্জীবনের আহ্বান প্রধান উপদেষ্টার 9:41 PM ইতিহাসের বিরল সম্মান নিয়ে চলে গেছেন বেগম খালেদা জিয়া: জামায়াত আমির 9:36 PM কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের 6:20 PM ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন আরশাদুর রউফ 6:09 PM জয়শঙ্করের সফরে সম্পর্কের টানাপোড়েন কমবে কিনা, সময় বলবে: পররাষ্ট্র উপদেষ্টা 5:45 PM “মেট্রোরেলের বিয়ারিং প্যাড একটি কারিগরি ও গুণগত মানের অভাবজনিত দুর্ঘটনা” 5:37 PM খালেদা জিয়ার কবর ঘিরে দোয়া প্রার্থনা করছেন সাধারণ মানুষ 5:17 PM ‘জয়শঙ্কর জানতেন তিনি কী করছেন’, ঢাকায় সাক্ষাতের বর্ণনায় আয়াজ সাদিক