
প্রতিনিধি 14 December 2025 , 12:26:43 প্রিন্ট সংস্করণ

বহুল আকাঙ্ক্ষিত দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি ভারত আর পাকিস্তান।
সূর্যকুমার যাদবদের পথেই হাঁটলেন আয়ুষ মাত্রেরা। ছোটদের এশিয়া কাপেও ভারত-পাকিস্তান দূরত্ব বজায় রইল। পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে টসের সময় হাত মেলালেন না ভারতের অধিনায়ক আয়ুষ।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করবে বৈভব সূর্যবংশীরা। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক ইউসুফ। দুবাইয়ে বৃষ্টির জন্য নির্দিষ্ট সময়ের ৪৫ মিনিট পর শুরু হয় খেলা। দু’দলই প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে। পাকিস্তান মালয়েশিয়াকে হারিয়েছে ২৯৭ রানে, সংযুক্ত আরব আমিরাতকে ২৩৪ রানে উড়িয়ে দিয়েছে ভারত।