
প্রতিনিধি 13 December 2025 , 7:35:50 প্রিন্ট সংস্করণ

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভার অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বিজয় দিবসকে কেন্দ্র করে আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে থাকবে বাড়তি নজরদারি। যান চলাচল স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ট্রাফিক পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব তথ্য জানান পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামসহ সাভার ও আশুলিয়া থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ আসবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার থেকে পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
অপরদিকে, আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচলের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। দিবসটি উপলক্ষে ৪ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং ফ্যাসিস্টরা যেন স্মৃতিসৌধে আসতে না পারেন সে ব্যাপারে নজরদারি বাড়ানো হয়েছে।