প্রতিনিধি 14 September 2025 , 12:14:39 প্রিন্ট সংস্করণ

শ্রীলংকাকে ১৪০ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। সেই টার্গেটে পৌছতে তেমন একটা বেগ পেতে হয়নি শ্রীলংকাকে। মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় শ্রীলংকা। তাই ৬ উইকেটে হেরে এশিয়া কাপে ব্যাকফুটে চলে গেল টাইগাররা।
আবুধাবিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন শামিম হোসেন। এ ছাড়া ৪১ রান করেছেন জাকের আলি।
শূন্য রানে দুই উইকেট হারানোর পর তাওহিদ হৃদয়কে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে ইনিংসের পঞ্চম ওভারে রান আউটে পড়েন হৃদয়। ৯ বলে ৮ রান করেছেন তিনি।

বিপর্যয়ের মুখে পাঁচে ব্যাট করতে আসেন শেখ মেহেদি। প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর আভাস দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। হাসারাঙ্গার গুগলি পড়তে না পেরে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে ৭ বলে ৯ রান করেছেন তিনি।
বাকিদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করছিলেন লিটন। তবে দশম ওভারে হাসারাঙ্গাকে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট দিয়েছেন। ২৬ বলে ২৮ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক।
৫৩ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তোলেন জাকের ও শামিম। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি গড়েন দুজনে। তাদের কল্যাণেই লড়াকু পুঁজি পায় দল। শামিম ৩৪ বলে অপরাজিত ৪২ রান করেছেন। সমান সংখ্যক বল খেলে ৪১ রানে অপরাজিত থেকেছেন জাকের।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১৪.৪ ওভারে ১৪০/৪ (আসালাঙ্কা ১০*, মিশারা ৪৬* ; কুশল ৩, নিসাঙ্কা ৫০, পেরেরা ৯, শানাকা ১)
শ্রীলঙ্কা: ৬ উইকেটে জয়ী।