
প্রতিনিধি 10 December 2025 , 4:46:47 প্রিন্ট সংস্করণ

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান।

এ সময় তিনি বলেন, সিইসি তার ভাষণে নির্বাচনের সব বিষয়ে জানাবেন। এখন পর্যন্ত ৩০০ আসনে নির্বাচন আয়োজনে তফসিল দেয়ার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে।
উল্লেখ্য, সীমানা নির্ধারণ নিয়ে জটিলতায় বাগেরহাট ও গাজীপুরের দুইটি আসন নিয়ে আদালতে গিয়েছে বিক্ষুব্ধ পক্ষ। এ নিয়ে আদালতের আদেশ পাওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব।
এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সিইসির সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন চারজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করেন সিইসি। তা জেনে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপতি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত সাহায্য দরকার সব সহায়তা করবেন বলে জানিয়েছেন।