• রাজনীতি

    কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাশত করা হবে না: জামায়াত আমির

      প্রতিনিধি 5 December 2025 , 8:13:03 প্রিন্ট সংস্করণ

    ৮ দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফ্যাসিবাদ কালো না লাল, কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাশত করা হবে না বলে জানিয়েছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম বন্দর নগরীর লালদিঘী মাঠে ৮ দলের বিভাগীয় সমাবেশে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জামায়াতের আমির ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বলেন, ‘তারা রক্ত হাতে নিয়ে ক্ষমতায় এসেছিল, রক্তাক্ত হাতে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। তারা ক্ষমতায় এসেছিল ২০০৯ সালে। ফেব্রুয়ারির ২৫ এবং ২৬ তারিখ দুইদিনে ঢাকার পিলখানায় বিডিআর হেডকোয়ার্টারে ৫৭ জন প্রতিশ্রুতিশীল, দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারকে হত্যা করেছিল।

    আর চব্বিশের গণবিপ্লবে ছাত্র, তরুণ, সন্তানদের বুকে গুলি চালিয়ে কাড়ি কাড়ি লাশ ফেলে যখন সামাল দিতে পারেনি, তখন বাংলার জমিনে গাড়ি চালিয়ে যাবার তাদের সাহস হয়নি। অথচ বলেছিল, অমুকের কন্যা পালায় না। আমাদের দুঃখ লাগে, আমাদের গর্বিত সেনাবাহিনীকেও তারা এই খুনের কাজে ব্যবহার করার চেষ্টা করেছে।’

    বিজ্ঞাপন

    তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা স্বাধীনভাবে দাঁড়াতে দেয়নি। বিচার বিভাগ ধ্বংস করেছে। নির্বাচন কমিশন ধ্বংস করেছে। দুর্নীতি দমন কমিশনকে বগলের নিচে নিয়েছে। ফ্যাসিবাদ সবকিছুকে ধ্বংস করেছিল।’ ফ্যাসিবাদ প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না- ‘ফ্যাসিবাদিরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ফ্যাসিবাদ কালো না লাল, কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাশত করা হবে না- ইনশাআল্লাহ।’

    বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।

    এ ছাড়াও জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর আব্দুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্সি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আলাউল্লাহ আমিন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আলী উসমান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান সমাবেশে বক্তৃতা করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:56 PM ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী 9:52 PM দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের, ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা 9:00 PM ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়: বিসিবি 8:36 PM এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন 8:09 PM নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা 7:48 PM বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা 7:27 PM ইরানে সরকারের পক্ষে রাজপথে লাখো মানুষের ঢল 7:09 PM দুদকে তদন্তকাজের গতিশীলতায় ১৫ বিশেষ টিম গঠন 6:41 PM মুস্তাফিজকে বাদ দেয়াসহ আইসিসির ৩ সুপারিশ 6:38 PM চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ