
প্রতিনিধি 4 December 2025 , 2:26:50 প্রিন্ট সংস্করণ

ধামাকা দিয়ে শুরুর পর ক্যাপ্টেন্স ড্রামার ২য় নাটক “অপেক্ষা” এখন মুক্তির প্রহর গুনছে। নির্মাতা নিকুল কুমার মন্ডলের রচনা ও পরিচালনায় নাটিকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ ও অভিনেত্রী প্রিয়ন্তি উর্বি।

নাটকটি বর্তমান সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে নির্মিত হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র মুনা, যে শহরের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, কিন্তু ধনীর ছেলেদের প্রতি তার বোধী বিতৃষ্ণা। সে চায় নিজের উপার্জনে জীবন কাটাতে এবং প্রেমের ক্ষেত্রে অর্থের প্রভাবকে অস্বীকার করে।


আদর, একজন ধনবান ছেলে, মুনার জন্য পাগল। সে বার বার চেষ্টা করেও মুনার মন জেতার জন্য ব্যর্থ হয়, কিন্তু তার প্রচেষ্টা থেমে থাকে না। আদরের প্রেমের প্রকাশ ও মুনার দৃঢ়তা দর্শকদের দেখাবে সম্পর্কের জটিলতা।
নাটক “অপেক্ষা” প্রেম, সামাজিক চাপ এবং আত্মনির্ভরতার একটি হৃদয়গ্রাহী কাহিনী, যা দর্শকদের মনোযোগ আকর্ষণ করবে।
সম্প্রতি নাটকটির দৃশ্যায়ন শেষে বৃহস্পতিবার ৪ ডিসেম্বর শুভ মুক্তি পেতে যাচ্ছে। ভিন্নধর্মী এ নাটকটি দেখতে চোখ রাখুন “ক্যাপ্টেন্স ড্রামা” ইউটিউব চ্যানেলে।