• জাতীয়

    বিএনপি-জামায়াতের ভোটের ব্যবধান ৪%

      প্রতিনিধি 2 December 2025 , 12:45:17 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশে ভোটারদের মধ্যে ৩০ শতাংশ ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ২৬ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে সমর্থন দিতে পারেন।

    এই তথ্য এসেছে মার্কিন অর্থায়নে পরিচালিত একটি জরিপ থেকে। গবেষণাটি ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) দ্বারা পরিচালিত হয়েছে, যা রিপাবলিকান পার্টি-ঘনিষ্ঠ একটি অলাভজনক সংস্থা।

    জরিপের ফলাফলে দেখা যায়, প্রধান দুই দলের মধ্যে সমর্থনের ব্যবধান মাত্র ৪ শতাংশ।

    একই সময়ে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬ শতাংশ ভোট পেতে পারে, জাতীয় পার্টি ৫ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪ শতাংশ ভোটের আশা রাখছে। অন্য দলগুলোর জন্য ভোট দিতে পারেন ৮ শতাংশ ভোটার।

    বিজ্ঞাপন

    জরিপটি পরিচালিত হয়েছে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ (CAPI) পদ্ধতিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে মোট ৪,৯৮৫ জন ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    নমুনা সংগ্রহ হয়েছে বাংলাদেশের আটটি বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায়; রাঙামাটি জেলার তথ্য জরিপে অন্তর্ভুক্ত করা হয়নি।

    জরিপের আস্থা স্তর ৯৫ শতাংশ এবং ফলাফলে ১.৪ শতাংশের তারতম্য থাকতে পারে।

    বিশ্লেষকেরা মনে করছেন, সমর্থনের ব্যবধান ছোট হওয়ায় ছোট দলগুলো নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    বিশেষত এনসিপি, জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন যে কোনো দলের সঙ্গে জোটে আসতে পারলে নির্বাচনের সমীকরণ বদলে যেতে পারে।

    তবে ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট সিস্টেমে (যা বেশি ভোট পাবে সে জিতবে) ভোটের শতকরা ভাগ কাছাকাছি হলেও নির্দিষ্ট দলটি নির্বাচনে বেশি আসন পেতে পারে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:08 AM টিভিতে আজকের খেলা (১৬ জানুয়ারি, ২০২৬) 7:47 AM খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ 7:39 AM আজ ফের মাঠে ফিরছে বিপিএল 7:33 AM গাজায় যুদ্ধবিরতিতেও থামছে না ইসরায়েলি হামলা 7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু