• রাজনীতি

    ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন- প্রধানমন্ত্রী হতে চাই না, চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক’

      প্রতিনিধি 30 November 2025 , 10:36:56 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে গণতন্ত্র পুনরুদ্ধারকেই সবসময় বেশি গুরুত্ব দিয়েছেন। পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক দলীয় নেত্রীর সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে এই স্মৃতিচারণ করেন।

    আমিনুল হক বলেন, আমি একদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কথা বলেছিলাম, তিনি সেদিন আমাকে বলেছিলেন— আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমি শুধু চাই যে আমার বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, আমি শুধু চাই যে এদেশ থেকে স্বৈরাচার দূর হয়ে যাক, আমি শুধু চাই আমার দেশের মানুষ ভালো থাকুক।

    প্রিয় নেত্রীর এই কথা শুনে তিনি সেদিন আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বলেও জানান।

    বিজ্ঞাপন

    আমিনুল হক তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দৃঢ়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, যিনি বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য, যিনি বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য ওই স্বৈরাচারের সাথে কখনো তিনি আপোষ করেন নাই।

    তিনি আরও বলেন, গণতন্ত্রের প্রতীক হিসেবে বেগম জিয়া সব সময় বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছেন এবং দেশের গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন। স্বৈরাচার বিভিন্নভাবে তাকে প্রভাবিত করার চেষ্টা করলেও তিনি বাংলাদেশ ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবেননি।

    ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী বলেন, আমাদের সেই প্রিয় নেত্রী আজকে দীর্ঘদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবন যাপন করছেন।

    তিনি উল্লেখ করেন, দল-মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আজ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া করছেন এবং একটি কাতারে এসে দাঁড়িয়েছেন।

    তিনি আশা প্রকাশ করেন, প্রিয় নেত্রী দ্রুত সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসতে পারবেন।

    দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু 6:10 PM বিসিবির অর্থ কমিটি থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি 5:47 PM গণ-অভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশের অনুমোদন 4:26 PM জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত 4:13 PM দাবি মানার আগে মাঠে নামবেন না ক্রিকেটাররা