• খেলা

    আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮২ রানের লক্ষ্য বাংলাদেশের

      প্রতিনিধি 27 November 2025 , 8:00:54 প্রিন্ট সংস্করণ

    প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-আয়ারল্যান্ড। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-আয়ারল্যান্ড। টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। জিতে ফিল্ডিং নিয়েছেন তিনি। ম্যাচে তানজিম হাসানের করা শেষ ওভারে ১৭ রান তুলেছে আয়ারল্যান্ড। ৪ উইকেটে ১৮১ রান তুলে ইনিংস শেষ করল আইরিশরা। চট্টগ্রামে এর চেয়ে বেশি রানের লক্ষ্য ছুঁয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ের উদাহরণ মাত্র একটি। ২০১৪ বিশ্বকাপে ১৯০ রানের লক্ষ্য ছুঁয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ইংল্যান্ড।

    শেষ ওভারে দুটি ছক্কা মারা হ্যারি টেক্টর আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছেন। ৪৫ বলে ৬৯ রানে অপরাজিত থাকা টেক্টর মেরেছেন ৫টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান তাঁর ভাই টিম টেক্টরের। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিলেও ৪ ওভারে ৪১ রান দিয়েছেন তানজিম হাসান।
    সংক্ষিপ্ত স্কোর- আয়ার‍ল্যান্ড: ২০ ওভারে ১৮১/৪ (হ্যারি টেক্টর ৬৯*, টিম টেক্টর ৩২, ক্যাম্ফার ২৪, স্টার্লিং ২১; তানজিম ২/৪১, রিশাদ ১/৩৪, শরীফুল ১/৪২)।

    অপরদিকে, বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজের তৃতীয় ম্যাচের দল থাকা ১১ জনের ৩ জন নেই এই ম্যাচে। একাদশে ফিরেছেন তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। নেই নুরুল হাসান, মেহেদী হাসান ও তাসকিন আহমেদ।

    বিজ্ঞাপন

    প্রথম ওভারে দুই বাউন্ডারি আইরিশদের আয়ারল্যান্ড: ১ ওভারে ৮/০। বাঁহাতি পেসার শরীফুল ইসলামের করা প্রথম ওভার দুটি বাউন্ডারি মেরেছে আয়ার‍ল্যান্ড। দুটিই মেরেছেন পল স্টার্লিং। প্রথমটি ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ও দ্বিতীয়টি কাভার দিয়ে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের করা দ্বিতীয় ওভারে ৭ রান তুলেছে আয়ার‍্যলান্ড। ওভারের চতুর্থ বলে চার মেরেছেন ১৫৪ ম্যাচে অভিজ্ঞ পল স্টার্লিং।

    শরীফুলের করা তৃতীয় ওভারের প্রথম তিন বলেই চার মেরেছেন টিম টেক্টর। প্রথমটি ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে, পরের দুটি মিডউইকেট দিয়ে। ওভারের শেষ বলেও চার মেরেছেন হ্যারি টেক্টরের সহোদর। পাওয়ার প্লের শেষ ওভারে বোলিং এসে ৩ রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। ১ উইকেটে ৪৮ রান নিয়ে ওভারটা শেষ করে আয়ারল্যান্ড। সপ্তম ওভারে প্রথম ছক্কা খেয়েছে বাংলাদেশ। লেগ স্পিনার রিশাদ হোসেনের করা পঞ্চম বলে লং অন দিয়ে বিশাল এক ছক্কা মেরেছেন হ্যারি টেক্টর।

    বাংলাদেশ দল: লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।

    আয়ারল্যান্ড দল: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিস ও জশ লিটল। এ ছাড়াও আয়ারল্যান্ড দলে খেলছেন দুই ভাই, টিম টেক্টর ও হ্যারি টেক্টর।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:38 AM খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল 10:45 PM সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা 10:43 PM বাড়লো জ্বালানি তেলের দাম 10:41 PM বিপিএল নিলাম: প্রথম পর্ব শেষে কার পকেটে কত টাকা? 10:39 PM বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন 10:36 PM ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন- প্রধানমন্ত্রী হতে চাই না, চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক’ 6:42 PM অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ 6:17 PM যে কারণে জাকের-মাহিদুলকে দলে নিতে বাধ্য হলো নোয়াখালী 6:00 PM গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: গোলাম পরওয়ার 5:59 PM ৭৫ লাখ টাকায় লিটনকে স্কোয়াডে টানে রংপুর রাইডার্স