• বাণিজ্য

    ‘বিএনপি সরকারে এলে ব্যাংক ও বীমা খাতে বড় সংস্কার করবে’

      প্রতিনিধি 26 November 2025 , 6:35:58 প্রিন্ট সংস্করণ

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও পপুলার লাইফের উর্ধ্বতন কর্মকতা-(বামে)। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি সরকারে এলে-ব্যাংক ও বীমা খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে বড় ধরণের সংস্কার আনা হবে বলে জানিয়েছেন, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়াও বীমা খাত থেকে দলীয়করণ তুলে দিয়ে শক্তিশালী রেগুলেটরি ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মিলনায়তনে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

    বিজ্ঞাপন

    তিনি অভিযোগ করে বলেন, ‘গত দেড় দশকে দলীয় বিবেচনায় ব্যাংক ও বীমা কোম্পানি গড়ে তুলে আওয়ামী লীগ দেশের আর্থিক খাতকে অকার্যকর ও ক্ষতিগ্রস্ত করেছে। বিগত সরকারের আমলে দলীয় বিবেচনায় যেভাবে ব্যাংক ও ইনস্যুরেন্স কোম্পানি বিতরণ করা হয়েছে, তাতে অর্থনীতি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। এ প্রতিষ্ঠানগুলোর কোনো জবাবদিহি ছিল না, আর তারই খেসারত দিয়েছে সাধারণ মানুষ।’

    তিনি আরও বলেন, ‘ইনস্যুরেন্স খাতে নৈরাজ্য এতটাই বিস্তৃত হয়েছে যে এখন অন্তত ২০টি কোম্পানি গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। এসব কোম্পানির অবস্থা দেখলে বোঝা যায় কীভাবে বছরের পর বছর লুটপাট চলেছে। যারা ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান থেকে টাকা লুট করেছে, তারা লাভবান হয়েছে; কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠানগুলো এবং তাদের সঙ্গে যুক্ত হাজারো কর্মকর্তা-কর্মচারী’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:56 PM ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী 9:52 PM দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের, ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা 9:00 PM ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়: বিসিবি 8:36 PM এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন 8:09 PM নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা 7:48 PM বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা 7:27 PM ইরানে সরকারের পক্ষে রাজপথে লাখো মানুষের ঢল 7:09 PM দুদকে তদন্তকাজের গতিশীলতায় ১৫ বিশেষ টিম গঠন 6:41 PM মুস্তাফিজকে বাদ দেয়াসহ আইসিসির ৩ সুপারিশ 6:38 PM চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ