
প্রতিনিধি 23 November 2025 , 7:44:10 প্রিন্ট সংস্করণ

৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। পরীক্ষার্থীদের অবরোধের ফলে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে যানজট দেখা দিয়েছে।

আন্দোলনরত পরীক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন-‘বৈষম্যের বিরুদ্ধে লড়াই হবে একসাথে’, ‘পিএসসির বিরুদ্ধে লড়াই হবে একসাথে’, ‘যৌক্তিক দাবি মেনে নাও-নিতে হবে’ ইত্যাদি।
শেষ খবর পর্যন্ত জানা গেছে, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোন ধরণের সংঘর্ষ এড়াতে তৎপর রয়েছে।