• রাজনীতি

    বন্দরে বিদেশি হস্তক্ষেপ-জনগণের সঙ্গে প্রতারণা: মির্জা আব্বাস

      প্রতিনিধি 23 November 2025 , 6:33:51 প্রিন্ট সংস্করণ

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নিউজ ডেস্ক: সম্প্রতি চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ও পরিচালনার সঙ্গে বিদেশি কোম্পানির হস্তক্ষেপকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক মহলে বিতর্ক ছড়িয়ে পড়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই সিদ্ধান্তকে ‘জনগণের সঙ্গে প্রতারণা’ হিসেবে অভিহিত করেছেন।

    বিএনপির এই শীর্ষ নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে ডেনমার্কের এপিএম টার্মিনালস কোম্পানির সঙ্গে চট্টগ্রামের লালদিয়া চরে নতুন টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ৩৩ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা আরও ১৫ বছর বাড়ানো যাবে। একই দিনে সুইজারল্যান্ডের মেডলগ এসএর সঙ্গে পানগাঁও নৌ টার্মিনালের ২২ বছরের চুক্তিও সম্পন্ন হয়েছে। মির্জা আব্বাস অভিযোগ করেছেন, এই চুক্তিগুলো অস্বচ্ছ এবং গোপনে করা হয়েছে।

    বিজ্ঞাপন

    মির্জা আব্বাস দাবি করেন, বন্দর দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব এবং ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আদর্শের সঙ্গে সরাসরি জড়িত। চট্টগ্রাম বন্দরের নতুন কনটেইনার টার্মিনাল এবং পানগাঁও নৌ টার্মিনালকে বিদেশি কোম্পানির কাছে ইজারা দেয়ার সিদ্ধান্তের ফলে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    তিনি বলেন, এই তাড়াহুড়ো চুক্তি গণ-অভ্যুত্থানের আদর্শের পরিপন্থী, কারণ জনগণের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিদেশি শক্তির হাতে তুলে দেয়া হচ্ছে। সম্প্রতি সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, “বন্দরে বিদেশি হস্তক্ষেপ জনগণের সঙ্গে প্রতারণা।” তিনি ব্যাখ্যা করেছেন যে,

    তিনি আরও বলেন, “চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এটি বিদেশিদের হাতে তুলে দেয়া মানে জাতীয় সম্পদের উপর নিয়ন্ত্রণ হারানো। আফ্রিকার জিবুতির মতো দেশে অনুরূপ চুক্তির কারণে বিপুল ক্ষতিপূরণ দিতে হয়েছে।” মির্জা আব্বাস বলেন, এই পদক্ষেপ সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের পরিপন্থী, কারণ জনগণের সম্মতি ছাড়া বিদেশি চুক্তি করা যাবে না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:38 AM খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল 10:45 PM সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা 10:43 PM বাড়লো জ্বালানি তেলের দাম 10:41 PM বিপিএল নিলাম: প্রথম পর্ব শেষে কার পকেটে কত টাকা? 10:39 PM বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন 10:36 PM ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন- প্রধানমন্ত্রী হতে চাই না, চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক’ 6:42 PM অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ 6:17 PM যে কারণে জাকের-মাহিদুলকে দলে নিতে বাধ্য হলো নোয়াখালী 6:00 PM গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: গোলাম পরওয়ার 5:59 PM ৭৫ লাখ টাকায় লিটনকে স্কোয়াডে টানে রংপুর রাইডার্স