
প্রতিনিধি 23 November 2025 , 6:18:44 প্রিন্ট সংস্করণ

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুল ইসলাম বলেছেন, মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কমিটি আলেম-ওলামাদের পরামর্শে হওয়া উচিত। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, নবীজির সমাজকে বাদ দিয়ে মনগড়া সমাজ গড়ে তুললে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমাদের মসজিদ কমিটিগুলো হবে ইমাম এবং খতিবদের পরামর্শে। তাদের সহযোগিতার জন্য হবে কমিটি। তাদের বাদ দিয়ে নয়।
তিনি বলেন, আজও আপনাদের পেছনে, আগামীতেও আপনাদের পেছনে থাকবো। আর আপনাদের নেতৃত্বে সোনালী সমাজ গড়ে উঠুক।