
প্রতিনিধি 23 November 2025 , 6:02:36 প্রিন্ট সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, কুরআন এবং সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোন কাজ করা হবে না। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম ও খতিব সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে, এখানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ধরণের ফেৎনা থেকে বিরত থাকতে হবে। মসজিদে যাতে দুনিয়ায় রাজনৈতিক চর্চার জায়গা না হয় সেদিকে খতিব ইমামদের সতর্ক থাকতে হবে।
এসময় ফ্যাসিবাদের রাজনীতি যাতে আর না আসতে পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান সালাহউদ্দিন।