• খেলা

    নারী কাবাডি বিশ্বকাপ: দাপুটে জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

      প্রতিনিধি 22 November 2025 , 5:54:22 প্রিন্ট সংস্করণ

    নারী কাবাডি বিশ্বকাপ: দাপুটে জয়ে সেমিফাইনালে বাংলাদেশ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকায় অনুষ্ঠিত নারী কাবাডি বিশ্বকাপে টানা দুই ম্যাচ জয়ের পর ভারতের বিপক্ষে হার দেখে বাংলাদেশ। শনিবার (২২ নভেম্বর) থাইল্যান্ডকে ৩১-৪০ পয়েন্টে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে স্বাগতিকরা। তাতে বাংলাদেশের বিশ্বকাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়। এ জয়ে নারী বিশ্বকাপের ইতিহাসে দেশের প্রথম পদকও নিশ্চিত করে লাল-সবুজ প্রতিনিধিরা।

    বিজ্ঞাপন

    বাংলাদেশের বিপক্ষে টস জিতে রেইড বেছে নেয় থাইল্যান্ড। থানিয়ালাক বেনরিথ বোনাস পয়েন্ট নিয়ে শুরু করেন। দ্বিতীয় রেইড থেকে শ্রাবণী মল্লিক বাংলাদেশকে প্রথম পয়েন্ট এনে দেন, যেটি ছিল বোনাস পয়েন্ট। পরের রেইডে শ্রাবণী একজনকে আউট করেন। শুরু থেকে এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো লিড এনে দেন মেইবি চাকমা।

    ম্যাচ চলতে থাকে সমান তালে-রেখা আক্তারি ট্যাকল করতে গিয়ে পয়েন্ট দেন, ফিরতি রেইড থেকে পয়েন্ট নিয়ে আসেন বৃষ্টি বিশ্বাস। নবম মিনিটে চোট নিয়ে ম্যাট ছাড়েন বাংলাদেশি রেইডার শ্রাবণী মল্লিক। ১১-১১ সমতা থেকে বৃষ্টি এক রেইডে দুইজনকে আউট করেন, লিড পায় বাংলাদেশ।

    বিরতির পর দ্রুতই প্রতিপক্ষকে অলআউট করে বাংলাদেশ, এগিয়ে যায় ১৮-১৩ পয়েন্টে। সময়ের সঙ্গে অধিপত্য বাড়তে থাকে বাংলাদেশের। এই সময় রেইড এবং ট্যাকল-দুই বিভাগেই দারুণ নৈপুণ্য দেখায় লাল-সবুজরা। দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডকে অলআউট করে ৩১-১৮ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষে ৪০-৩১ পয়েন্টের জয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো পদক নিশ্চিত করে বাংলাদেশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:14 PM থাইল্যান্ডে ট্রেনের উপর ক্রেন ভেঙে নিহত অন্তত ২২ 11:43 AM যে কারণে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা 11:19 AM আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ 10:58 AM বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের 10:43 AM বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে, ছবি তুলতে মানতে হবে যেসব নিয়ম 7:39 PM গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান 7:01 PM মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ 6:41 PM জাতীয় সংসদ নির্বাচন: চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন 6:40 PM আফগানিস্তানের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ঢাকার কোচ 6:21 PM ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার