
প্রতিনিধি 20 November 2025 , 10:54:49 প্রিন্ট সংস্করণ

মানুষের বিচিত্র চরিত্র অন্বষণে ‘একজন খারাপ লোকের খোঁজে’ নাটক অনবদ্য। গ্রামীণ পরিবেশে চমৎকার আবহে নির্মিত ‘একজন খারাপ লোকের খোঁজে’ দারুণ ভাবে দর্শকদের মুগ্ধ করছে। ইতোমধ্যে প্লাস মিডিয়ার অফিশিয়াল চ্যানেলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। দর্শক নাটকটিতে শিল্পের যাদুকর হুমায়ুন আহমেদের নাটকের স্বাদ পেয়েছেন বলে কমেন্ট করেছেন।


গত ১৩ নভেম্বর প্লাস মিডিয়া তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি দিয়েছে নাটক ‘একজন খারাপ লোকের খোঁজে’। যারা হুমায়ুন আহমেদের নাটকের দর্শক কিংবা ভক্ত তাদের কে এই নাটক ভীষণ ভাবে স্মৃতি কাতর করে তুলেছে ইতোমধ্যে। গত ১৩ নভেম্বর ছিল শিল্পের যাদুকর হুমায়ুন আহমেদের ৭৭ তম জন্মদিন। বাংলা সাহিত্যর পাশাপাশি দেশিয় সিনেমা এবং নাটকে তিনি একটি নতুন ধারা সৃষ্টি করেছিলেন। আজকের দিনেও তাঁর নাটক সমসাময়ীক এবং জনপ্রিয়।

জায়েদ জুলহাস রচিত নাটকটি পরিচালনা করেছেন মানসুর আলম নির্ঝর। নাটকটিতে ডা, এজাজ, ফারুক আহমেদ, শামীমা নাজনীন এবং মাহমুদুল ইসলাম মিঠুর মতো জাদরেল শিল্পীদের সঙ্গে বর্তমান সময়ের আরেফিন জিলানী, লাবন্য চৌধুরির মতো শিল্পীরাও সমান তালে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছে।