• অপরাধ

    চানখারপুলে ৬ হত্যা: সাক্ষ্য শেষ তদন্ত কর্মকর্তার

      প্রতিনিধি 19 November 2025 , 7:19:40 প্রিন্ট সংস্করণ

    চানখারপুলে ৬ হত্যা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে মূল তদন্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামের তদন্ত শেষ হয়েছে।

    জেরার জন্য রোববার (২৩ নভেম্বর) দিন ধার্য করেছেন-আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১৯ নভেম্বর) বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

    বিজ্ঞাপন

    এদিন বেলা সাড়ে ১১টার পর থেকে ২৬ নম্বর সাক্ষী হিসেবে টানা তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা অ্যাডিশনাল এসপি মনিরুল। জবানবন্দিতে গত বছরের ৫ আগস্ট চানখারপুলে ৬ জনকে হত্যার পেছনে নিজের করা তদন্তের আদ্যোপান্ত উপস্থাপন করেন তিনি। জব্দ করা সব তথ্যপ্রমাণ নিয়েও বর্ণনা দেন।

    ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন-প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও সহিদুল ইসলাম।

    এর আগে, ১৩ নভেম্বর দুপুর থেকে বিকেল পর্যন্ত জবানবন্দি দেন মনিরুল। সেদিনও তদন্তকালে কখন-কোথায় কী জব্দ করেছিলেন, সেসব বলেন। ১২ নভেম্বর আংশিক সাক্ষ্য দেন এই তদন্ত কর্মকর্তা। সবমিলিয়ে ১৭ কার্যদিবসে এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট সাক্ষ্য দিয়েছেন ২৬ জন। জেরা শেষ হলেই শুরু হবে যুক্তিতর্ক।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:56 PM তারেক রহমানের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে আরও ৩ জনকে নিয়োগ 11:13 PM সাময়িক সময়ের জন্য জকসুর ভোট গণনা স্থগিত 6:38 PM বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি 6:37 PM জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা চলছে 6:31 PM বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই: জাতিসংঘ 5:39 PM বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন আফ্রিদি 5:39 PM ঢাকা ১৭ আসনের কর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় 5:27 PM জকসুর ভোটগ্রহণ শেষ, শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ 5:24 PM জাতীয় পার্টির পুনর্বাসন চাই না: ইসিকে আসিফ মাহমুদ 5:09 PM ‘ওয়ার্ড কাউন্সিলর বাপ্পীর নির্দেশে ওসমান হাদিকে হত্যা: ১৭ জনের নামে চার্জশিট’