
প্রতিনিধি 20 November 2025 , 10:06:56 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় এক দিন। ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে নতুন অধ্যায় লিখলেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শুধু শততম টেস্টেই মাঠে নামেননি, বরং ব্যাট হাতে খেলেছেন ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ইনিংস।

দলের চাপে ক্রিজে নেমে অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন তিনি। ধৈর্য, টেকনিক ও দৃঢ়তায় গড়া এই ইনিংস দর্শকদের মনে করিয়ে দিয়েছে তার সেরা সময়গুলোর কথা।
ইনিংসের প্রতিটি রান যেন প্রমাণ করেছে-বাংলাদেশ ক্রিকেটে তিনি এখনও অপরিবর্তনীয়।
সতীর্থরা তাকে অভিনন্দন জানিয়ে বলেন, “মুশফিক আমাদের অনুপ্রেরণা। ১০০তম টেস্টে এমন সেঞ্চুরি ইতিহাসে থাকবে।”
দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়া মুশফিক আজ প্রমাণ করলেন-এখনও তিনি বাংলাদেশের রান-মেশিন।
এমন ঐতিহাসিক দিনে তার এই ইনিংস ক্রিকেটপ্রেমীদের মনে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে।