• অন্যান্য

    মেট্রোরেলের কার্ড রিচার্জ ঘরে বসেই

      প্রতিনিধি 19 November 2025 , 12:08:41 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মেট্রোরেলের যাত্রীদের জন্য এবার আসছে নতুন সুবিধা-আর স্টেশনে গিয়ে লাইন ধরে কার্ড রিচার্জ করতে হবে না। ঘরে বসেই র‍্যাপিড বা এমআরটি পাসে টাকা যুক্ত করা যাবে, মোবাইল ব্যাংকিং বা অনলাইন পেমেন্ট সেবার মাধ্যমে। এই সেবা চালু হচ্ছে ২৫ নভেম্বর।

    ডিটিসিএ সূত্র জানিয়েছে, প্রথমে ডিটিসিএর ওয়েবসাইটে নির্দিষ্ট লিংকে গিয়ে রিচার্জ করা যাবে। পরে একটি অ্যাপ চালু হলে সেখান থেকেও টাকা রিচার্জ করা যাবে।

    ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানান, এটি চালু হলে যাত্রীদের সময় বাঁচবে, স্টেশনে ভিড় কমবে, সেবা হবে আরও সহজ।

    বিজ্ঞাপন

    তবে অনলাইন রিচার্জ করার পরও যাত্রীকে একবার স্টেশনে গিয়ে অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) কার্ডটি স্পর্শ করাতে হবে-টাকা হালনাগাদ করার জন্য।

    কার্ড রিচার্জের পদ্ধতিতে রয়েছে নির্দিষ্ট ধাপ। প্রথমে নিবন্ধন, এরপর কার্ড নির্বাচন, তারপর অনলাইন পেমেন্ট। টাকা কাটা গেলে, তিন মাসের মধ্যে এভিএম-এ স্পর্শ না করালে টাকা ফেরত যাবে সেই অ্যাকাউন্টে, যদিও ১০ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে।

    এই উদ্যোগ বাস্তবায়ন করছে ডেটাসফট নামের একটি প্রতিষ্ঠান। রাজধানীর ১৬টি স্টেশনে বসানো হবে ৩২টি এভিএম যন্ত্র।

    বর্তমানে মেট্রোরেলে প্রতিদিন যাতায়াত করেন প্রায় পৌনে পাঁচ লাখ যাত্রী। তাদের মধ্যে ৫৫ শতাংশ ব্যবহার করেন র‍্যাপিড বা এমআরটি পাস। এই কার্ডে যাতায়াতে ১০ শতাংশ ছাড় মেলে।

    সেবাটি পুরোপুরি চালু হলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠ হবে মেট্রোরেল সার্ভিস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:33 PM বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু 6:10 PM বিসিবির অর্থ কমিটি থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি 5:47 PM গণ-অভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশের অনুমোদন 4:26 PM জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত 4:13 PM দাবি মানার আগে মাঠে নামবেন না ক্রিকেটাররা 2:47 PM পাবনা-১ ও ২ আসনে নির্বাচন ১২ ফেব্রুয়ারি করতে ইসিকে নির্দেশ 1:41 PM সায়েন্সল্যাবে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ 1:22 PM যথাসময়ে হচ্ছে না বিপিএলে দিনের প্রথম ম্যাচ