• বিনোদন

    পুলক রাজের ‘In The Trap of Mobile’-শিশুরা বন্দি স্ক্রিনের ফাঁদে-

      প্রতিনিধি 18 November 2025 , 1:02:43 প্রিন্ট সংস্করণ

    In The Trap of Mobile’—শিশুরা বন্দি স্ক্রিনের ফাঁদে
    In The Trap of Mobile’—শিশুরা বন্দি স্ক্রিনের ফাঁদে
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV


    নির্মাতা পুলক রাজ পরিচালিত এক মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘In The Trap of Mobile’–এ ফুটে উঠেছে শিশুদের ওপর মোবাইল আসক্তির গভীর প্রভাব। সাদা–কালো নির্মিত এই চলচ্চিত্রের ফ্রেমে ধরা পড়েছে-ঝলমলে মোবাইল স্ক্রিন কীভাবে নিঃশব্দে কেড়ে নিচ্ছে শিশুদের সময়, মনোযোগ ও শৈশবের রঙ।

    বিজ্ঞাপন

    চলচ্চিত্রে অভিনয় করেছে দুই শিশু শিল্পী জাইয়ান ও আফনান। অন্ধকার ঘরে পাশাপাশি শুয়ে থাকা দুই শিশুর সামনে উজ্জ্বল স্ক্রিনের আলো-দৃশ্যটি ইঙ্গিত দেয়, বাস্তব পৃথিবীর রঙ ম্লান করে দিয়ে ভার্চুয়াল জগৎ কীভাবে তাদের মন দখল করে নিচ্ছে।

    নির্মাতা পুলক রাজ বলেন, “সময় কম হলেও আমি সমাজের এক বড় সংকটকে তুলে ধরার চেষ্টা করেছি। মোবাইল শিশুদের সৃজনশীলতা, কল্পনা ও পারিবারিক সম্পর্ককে ক্রমশ সংকুচিত করছে। অভিভাবকদের সতর্ক করতেই এই প্রচেষ্টা।”

    টঙ্কার–এর প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি ১৮ নভেম্বর সকাল ১০টায় “Tonkar Films”–এর ফেসবুক পেইজে প্রকাশিত হয়েছে। দর্শকদের প্রত্যাশা-এই কাজটি শিশুদের মোবাইল ব্যবহারে নতুন সচেতনতা তৈরি করবে এবং হারিয়ে যাওয়া শৈশব নিয়ে আলোচনাকে আরও জোরালো করবে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:38 AM খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল 10:45 PM সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা 10:43 PM বাড়লো জ্বালানি তেলের দাম 10:41 PM বিপিএল নিলাম: প্রথম পর্ব শেষে কার পকেটে কত টাকা? 10:39 PM বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন 10:36 PM ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন- প্রধানমন্ত্রী হতে চাই না, চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক’ 6:42 PM অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ 6:17 PM যে কারণে জাকের-মাহিদুলকে দলে নিতে বাধ্য হলো নোয়াখালী 6:00 PM গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: গোলাম পরওয়ার 5:59 PM ৭৫ লাখ টাকায় লিটনকে স্কোয়াডে টানে রংপুর রাইডার্স