• খেলা

    শেষ সময়ে গোল হজম করে জয়বঞ্চিত বাংলাদেশ

      প্রতিনিধি 13 November 2025 , 11:15:00 প্রিন্ট সংস্করণ

    hAMZA
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে আবারও জয় হাতছাড়া করল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হামজা চৌধুরীর জোড়া গোলে দল ২-১ ব্যবধানে এগিয়ে গেলেও, ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে কর্নার থেকে গোল হজম করে ২-২ গোলে ড্র করতে বাধ্য হয়েছে হাভিয়ের ক্যাবরেরার দল।

    শেষ মুহূর্তে গোল হজম করার পুরনো বৃত্ত থেকে এবারও বের হতে পারল না বাংলাদেশ, যা আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচের আগে বড় চিন্তার কারণ।

     বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ ছিল ছন্দহীন। ৩২ মিনিটে নেপালের রোহিত চাঁদের গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে জামাল ভূঁইয়ার দল। বল দখল বেশি থাকলেও ফরোয়ার্ড রাকিব ও ফয়সাল আহমেদ ফাহিম গোলের সুযোগ নষ্ট করেন।

    বিজ্ঞাপন

    তবে বিরতির পর কোচ ক্যাবরেরা ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল রানার বদলে সমিত সোমকে নামালে ম্যাচের মোড় ঘুরে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফাহিমের ক্রস থেকে অধিনায়ক জামালের বাড়ানো বল বক্সের মধ্যে হামজা চৌধুরী দুর্দান্ত এক বাইসাইকেল কিকে জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান। বাইসাইকেল কিকের মতো বিরল গোলের পর স্টেডিয়ামে উল্লাস ছড়িয়ে পড়ে।

    এর তিন মিনিট পরেই ফরোয়ার্ড রাকিব হোসেনকে বক্সের মধ্যে ফাউল করলে লঙ্কান রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেই পেনাল্টি থেকে গোল করে হামজা দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। জোড়া গোলে এই ম্যাচে হামজার আন্তর্জাতিক গোলের সংখ্যা দাঁড়াল ৪টি।

    কিন্তু খেলার শেষটা হয় চরম হতাশাজনক। নির্ধারিত ৯০ মিনিট শেষে যখন মনে হচ্ছিল জয় নিশ্চিত, তখনই ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে কর্নার থেকে অনন্ত তামাং দারুণ দক্ষতায় ফ্লিক করে গোল করে নেপালকে সমতা এনে দেন (২-২)। হংকং ম্যাচের মতো এবারও শেষ মুহূর্তে গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে কিউবা মিচেলের অভিষেক হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:18 PM ‘ক্ষমতার বাইরে থেকেও মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার প্রমাণ এই জনসমুদ্র’ 12:57 PM “যেখানে আমার মা’র পথচলা থেমেছে, সেখান থেকে আমি চেষ্টা করবো এগিয়ে নিতে” 12:35 PM টানা ৭ ও ১০ দিন ছুটি মিলবে চাকরিজীবীদের 12:18 PM বিশ্বকাপসহ ২০২৬ সালে বৈশ্বিক ফুটবলে যত খেলার সূচি 11:57 AM গোপনে মেয়ের বিয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান, পাত্র কে? 11:38 AM ইরানে বিক্ষোভ চরমে, গভর্নরের কার্যালয়ে ঢুকে পড়ার চেষ্টা বিক্ষোভকারীদের 11:28 AM আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবে একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা  11:14 AM তারেক রহমান ও ফখরুল ইসলামলের ইংরেজি নববর্ষের বাণী প্রত্যাহার 11:05 AM ভারতের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন জামায়াত আমির 10:42 AM রাজশাহীতে বালুর ট্রাক উল্টে নিহত ৪