
প্রতিনিধি 10 November 2025 , 6:04:31 প্রিন্ট সংস্করণ

দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক বা সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এককালীন চিকিৎসা অনুদান দেবে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এ অনুদান দেয়া হবে। সেজন্য আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
রোববার ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীরা ট্রাস্টের ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন একবারের জন্য নেয়া হবে এবং আবেদনকারীর দুর্ঘটনা ও চিকিৎসার সময়ে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা এক বছরের মধ্যে হতে হবে। অন্য কোনো কারণে করা আবেদন গ্রহণযোগ্য হবে না বলে জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৫–২৬ অর্থবছরের নভেম্বর-ডিসেম্বর প্রান্তের এই অনুদানের জন্য অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনুদান পেতে হলে দুর্ঘটনা প্রমাণে সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়নসহ চিকিৎসা সনদ, হাসপাতালের ছাড়পত্র, প্রাসঙ্গিক রিপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন, শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ, অভিভাবকের এনআইডি, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর এবং অনলাইন ব্যাংক হিসাবের স্পট কপি আপলোড করতে হবে।
অসম্পূর্ণ তথ্য বা ত্রুটিপূর্ণ ব্যাংক হিসাব নম্বরের কারণে অনুদানের অর্থ ফেরত এলে পুনরায় পাঠানো সম্ভব হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠানের নাম ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’-এ না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে ইআইএন নম্বরসহ প্রাসঙ্গিক তথ্য উল্লেখ করে ডাকযোগে অথবা মেইলে আবেদন পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক; তাই কোনো কাগজপত্র সরাসরি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই।
এই অনুদান কার্যক্রম পরিচালিত হবে ‘দুর্ঘটনায় গুরুতর আহত, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ এবং ‘ই-চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা’-এর আলোকে।