• জাতীয়

    জাতীয় সংসদ নির্বাচন বিলম্বের কোনো ইস্যু নেই

      প্রতিনিধি 9 November 2025 , 12:10:08 প্রিন্ট সংস্করণ

    ফাইল ছবি
    ফাইল ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর।

    রবিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করবে। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করার জন্য এবং আমাদের ওপরও চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন বক্তব্য দেয়। এসবের কিছু সত্য হলেও, অনেক সময় তা জনমনে বিভ্রান্তি বা শঙ্কা সৃষ্টি করে।”

    বিজ্ঞাপন

    তিনি আরও বলেন, “১৬-১৭ বছর নির্বাচন না হওয়ায় মানুষের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। প্রায় ৫ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি-এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে সাধারণ মানুষের মধ্যে এখন নির্বাচনের প্রতি উৎসাহ ও আগ্রহ সৃষ্টি হয়েছে।”

    আসামিদের জামিন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “জামিন দেওয়া শুধু বিচারকের ওপর নির্ভর করে না; অনেক ক্ষেত্রে পুলিশ কী রিপোর্ট দিচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। ভিডিও ফুটেজে প্রমাণ পাওয়া গেলে বা কণ্ঠ শনাক্ত হলে ব্যতিক্রম হয়। তবে যেখানে আইন অনুযায়ী জামিন পাওয়ার যোগ্যতা রয়েছে, সেখানে জামিন মিলবে। কিন্তু যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধে যুক্ত হতে পারে বা নিষিদ্ধ সংগঠনের সদস্য হয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালাতে পারে-তাদের জামিনে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।”

    তিনি আরও জানান, বিচারব্যবস্থার চাপ কমাতে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। “একজন বিচারকের স্থলে তিনজন বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মামলার জট দ্রুত কমানো যায়। আদালত সংস্কারে নেওয়া এসব পদক্ষেপের সুফল জনগণ খুব শিগগিরই পাবে,” বলেন আসিফ নজরুল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:38 AM খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল 10:45 PM সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা 10:43 PM বাড়লো জ্বালানি তেলের দাম 10:41 PM বিপিএল নিলাম: প্রথম পর্ব শেষে কার পকেটে কত টাকা? 10:39 PM বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন 10:36 PM ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন- প্রধানমন্ত্রী হতে চাই না, চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক’ 6:42 PM অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ 6:17 PM যে কারণে জাকের-মাহিদুলকে দলে নিতে বাধ্য হলো নোয়াখালী 6:00 PM গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: গোলাম পরওয়ার 5:59 PM ৭৫ লাখ টাকায় লিটনকে স্কোয়াডে টানে রংপুর রাইডার্স