সারাদেশ

সিরাজগঞ্জে র‍্যাবের ভয়ে নদীতে ঝাঁপ দেয়ায় যুবকের মৃত্যু

  জেলা প্রতিনিধি 8 September 2025 , 4:31:33 প্রিন্ট সংস্করণ

-সিরাজগঞ্জ জেলা। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

সিরাজগঞ্জে র‍্যাব সদস্যদের দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেয়ায়, পানিতে ডুবে মারা গেছেন শাওন রেজা (২৪) নামের এক যুবক। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা র‍্যাবের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং এক র‍্যাব সদস্যকে ধরে থানায় সোপর্দ করে, অন্য তিনজন পালিয়ে যায়। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কামারখন্দ উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামে ওই ঘটনা ঘটে।

অপরদিকে, সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে শাওনের বাড়িতে ভিড় করেছেন স্বজন ও প্রতিবেশীরা। ঘরে চলছে স্ত্রী ও মায়ের আহাজারি। তখনো লাশ বাড়িতে পৌঁছায়নি, সবাই নিস্তব্ধ হয়ে অপেক্ষা করছিলেন। নিহত শাওন রেজা ওই গ্রামের নুরুল হক ও শিরিন খাতুন দম্পতির ছেলে। জানা গেছে, তার দেড় বছর বয়সী একটি শিশু রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় পুলিশ, র‍্যাব-১২ এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে ৪ জন র‍্যাব সদস্য সাদা পোশাকে গ্রামে প্রবেশ করেন। তাদের লক্ষ্য ছিল মাদক উদ্ধার অভিযান। সেখানে গিয়ে তারা নাজমুল হাসান (২৪) নামের এক তরুণকে ধরে মারধর করতে থাকেন। এ দৃশ্য দেখে ভয় পেয়ে পাশের দোকানে বসে থাকা শাওন রেজা ফুলজোড় নদীতে ঝাঁপ দেন। তিনি পানিতে ভেসে হাত নেড়ে চিৎকার করছিলেন।

শাওনের বাবা নুরুল ইসলাম বলেন, ‘ছেলে চিৎকার করে ‘বাঁচাও, বাঁচাও বলছিল’। ‘আমি নদীতে নামতে চাইলে র‍্যাব সদস্য আমাকে আটকে দেন। পরে জোর করেই আমি নদীতে নামি। অনেক খোঁজাখুঁজির পর অচেতন অবস্থায় ছেলেকে উদ্ধার করি। তখনই গ্রামের লোকজনকে বলি, এই লোকগুলোই আমার ছেলেকে হত্যা করেছে। আমাকে নদীতে নামতে না দেয়ায় ছেলেকে বাঁচানো যায়নি’।

ওই যুবককে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মমিন উদ্দিন জানান, ‘সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আনা হয় শাওনকে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে’। শাওনের মৃত্যুর পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ