
প্রতিনিধি 6 November 2025 , 8:01:03 প্রিন্ট সংস্করণ

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে স্থানীয় তুষভান্ডার ইউনিয়নের কাকিনা এলাকার সালেমা অটো রাইস মিলের ভেতরে থাকা তুলার গোডাউনে এ ঘটনা ঘটে।

গোডাউনে লাগা আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
উপজেলা ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম জানান, তুলার গোডাউনে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে তুলাগুলো রক্ষা করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের এলাকাসহ পাশে থাকা মূল খাদ্যগুদামটি রক্ষা সম্ভব হয়েছে।