• বিনোদন

    সব বলে দেব,প্রশ্ন করবেন না:পরীমনি

      প্রতিনিধি 6 November 2025 , 2:23:31 প্রিন্ট সংস্করণ

    পরীমনির সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’
    পরীমনির সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। এই ছবির প্রচারণা শুরুর ঘোষণা দিতে গিয়েই সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ছবির অভিজ্ঞতা ও নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে রহস্যের ইঙ্গিত দিয়ে সবাইকে প্রশ্ন করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন তিনি।

    ইনবক্সে ভক্তদের পাঠানো ‘ডোডোর গল্প’ মুক্তির খবর দেখেই তিনি এক্সাইটেড হয়েছেন জানিয়ে পরীমনি বলেন, ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার, যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড।

    বিজ্ঞাপন

    এই ছবির প্রচারণা যে ভক্তদের হাত ধরেই শুরু হয়েছে, তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘প্রমোশনটার স্টার্ট হয়ে গেছে। তো প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে, এটা সবথেকে অনেক একটা দারুন ব্যাপার আমার জন্য।’

    ‘ডোডোর গল্প’র অভিজ্ঞতা তার কাছে এক লাইফটাইমের এক্সপেরিয়েন্স বলে উল্লেখ করেন পরীমনি। তিনি জানান, ছবির কাজ তিনি দুই বছর আগে শেষ করলেও, এর স্মৃতি তার জীবনের অংশ হয়ে থাকবে।

    পরীমনি বলেন, ‘বয়সের একটা জার্নি দেখানো হয়েছে। একদম টিনেজ বয়স থেকে। আমি মনে হয় ৫০ বছরের ওপরেও যেই লুকটা হয়, সেটা সেরকম একটা লুক আমি দিয়েছি। তো ওইটা নিয়ে আমি, ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড যে কখন এই লুকটা আসবে এবং সিনেমার এ্যান্ড পার্ট।’

    সংবাদ সম্মেলনের একদম শেষ পর্যায়ে এসে পরীমনি কিছুটা রহস্যময় ভঙ্গিতে বলেন, ‘প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না, আমি অনেক কিছু বলে দেব।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:42 PM ঢাকা আসছেন না ডা. জাকির নায়েক 5:27 PM ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন 4:41 PM আর্জেন্টিনা সহ ২২ দেশের বিশ্বকাপের জার্সি উন্মোচন 4:03 PM যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে 3:53 PM মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন 2:58 PM পদে বহাল থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনও বাধা নেই 2:43 PM বিদেশিদের সঙ্গে সম্পর্ক হবে ৪ বিষয়ের ওপর ভিত্তি করে 2:23 PM সব বলে দেব,প্রশ্ন করবেন না:পরীমনি 2:06 PM রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে 1:50 PM বিএনপি কর্মী আব্দুল হাকিম হত্যায় গ্রেপ্তার ৪