খেলা

মেসির ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত, ঘুরবেন চার শহর

  প্রতিনিধি 16 August 2025 , 1:00:57 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

দীর্ঘ অপেক্ষার পর চূড়ান্ত হয়েছে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির ভারত সফরের দিনক্ষণ। ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ শিরোনামে মেসির এই সফর শুরু হবে ১২ ডিসেম্বর। সফরে মেসি ভারতের চারটি শহর ঘুরবেন—কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই এবং দিল্লি।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) কে এই খবর নিশ্চিত করেছেন ইভেন্ট প্রমোটার শতাদ্রু দত্ত। তিনি জানান, মেসি নিজেই আগামী ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

২০১১ সালের পর এটি হবে মেসির প্রথম ভারত সফর। সফরের শুরুতেই কলকাতায় ২ দিন ১ রাত অবস্থান করবেন তিনি। সেখানে ভক্তদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন হবে সঙ্গে থাকবে বিশেষ খাবার এবং চায়ের পর্ব। কলকাতায় মেসির জন্য তৈরি হবে তার সবচেয়ে বড় মূর্তি, যা হবে ২৫ ফুট উচ্চতার এবং ২০ ফুট প্রস্থের। এ ছাড়া, ইডেন গার্ডেন্স অথবা সল্ট লেক স্টেডিয়ামে ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’ আয়োজন করা হবে।

আরও পড়ুন : মারা গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার

বিজ্ঞাপন

আরও পড়ুন : ‘পৃথিবীর শেষ দেশ’ হিসেবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক

১৩ ডিসেম্বর মেসি আহমেদাবাদে গিয়ে আদানি ফাউন্ডেশনের আয়োজিত একটি প্রাইভেট অনুষ্ঠানে উপস্থিত হবেন। পরের দিন ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে গিয়ে ব্রাবোর্ন সিসিআই স্টেডিয়ামে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন করবেন তিনি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’ এবং একইদিনে মুম্বাই প্যাডেল গোট কাপের আয়োজন করা হবে। এখানে মেসি বিভিন্ন সেলিব্রিটির সঙ্গে ৫ থেকে ১০ মিনিট খেলবেন।

আরও পড়ুন : প্রিমিয়ার লিগের প্রথম দিনেই সালাহর রেকর্ড

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘গোট ক্যাপ্টেন’স মিটে’র কথা ভাবা হচ্ছে। এতে ভারতের তিন কিংবদন্তি ক্রিকেট অধিনায়ক—শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার সঙ্গে মেসির সাক্ষাৎ হতে পারে। এছাড়া বলিউড তারকা আমির খান, রানভির সিং এবং টাইগার শ্রফও সেখানে উপস্থিত থাকতে পারেন।

মেসির ভারত সফর শেষ হবে ১৫ ডিসেম্বর। সেদিন, নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন মেসি। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে এই আয়োজনে ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় বিরাট কোহলি এবং শুবমান গিলকেও আমন্ত্রণ জানানো হতে পারে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ 7:26 PM প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ 7:22 PM ভিকারুননিসার ফলাফল বিপর্যয়, ১৯ দফা দাবি অভিভাবকদের 7:08 PM ‘মন্থা’ কোথায় কখন আঘাত হানবে? 7:05 PM ‘জাতীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত, তালিকা প্রকাশ সোমবার’ 6:55 PM মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে বিস্ফোরক মামলায় অব্যাহতি