• রাজনীতি

    সংসদ নির্বাচনে এককভাবে ২৯৭ আসনে অংশ নেবে এনসিপি

      প্রতিনিধি 5 November 2025 , 5:09:21 প্রিন্ট সংস্করণ

    সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি : নাহিদ
    সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি : নাহিদ
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নেবে এবং ২৯৭ আসনেই প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন নাহিদ।

    তিনি বলেন, ‘আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেইক্ষেত্রে ২৯৭ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন। উনাদের বিষয়ে উনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় প্রার্থী দেব না, এছাড়া সর্বাধিক আসনে আমরা শাপলা কলির জন্য প্রার্থী দেব।’

    বিজ্ঞাপন

    বাংলাদেশের নির্বাচনের সংস্কৃতিকে চ্যালেঞ্জ করার কথা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি। বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের যে সংস্কৃতি, আমরা দেখি যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে তারা নির্বাচন করে। সেই সংস্কৃতিকে আমরা এবার চ্যালেঞ্জ করতে চাই। বরং এলাকার গ্রহণযোগ্য মানুষ, সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায় তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে আমরা সংসদে দেখতে চাই।’

    অন্য দলের সাথে জোটের বিষয়ে তিনি জানান, ‘সমঝোতা বা জোট এটার বিষয়ে আমরা বলেছি- অবশ্যই এটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সে রকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে। জুলাই সনদে সংস্কারের যে দাবিগুলা আছে সেগুলার সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা বিবেচনা করব।

    এই মাসের ১৫ তারিখের মধ্যেই এনসিপির প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান নাহিদ ইসলাম।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:25 PM পাঁচ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’র মালিক শাকিব খান 6:59 PM চলতি সপ্তাহের ৪ কার্যদিবস শেয়ারবাজারে টানা দরপতন 6:43 PM চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ 6:41 PM অকার্যকর ঘোষিত ৫ ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ 6:32 PM মাদকাসক্ত হয়ে রিহ্যাবে ভর্তি শন উইলিয়ামস 6:23 PM জেনে নিন পুডিং তৈরির সহজ রেসিপি 6:01 PM ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে নিয়োগ 6:01 PM জাতীয়করণ না করলে লাগাতার অবস্থান কর্মসূচি 5:47 PM চাঁদপুর বিসিকে নকল প্রসাধনী তৈরি করায় জরিমানা 5:46 PM ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময়সীমা