• খেলা

    দল থেকে বাদ পড়লেন মার্তিনেজ

      প্রতিনিধি 5 November 2025 , 12:39:59 প্রিন্ট সংস্করণ

    সংগৃহীত ছবি
    সংগৃহীত ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চলতি নভেম্বরে একমাত্র প্রীতি ম্যাচের জন্য এখনো চূড়ান্ত দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। তবে দেশটির গণমাধ্যমের খবর, ২০২৫ সালের শেষ আন্তর্জাতিক সফরের দলে থাকছেন না আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আগামী ১৪ নভেম্বর আ্যঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার গোলরক্ষক হিসেবে দেখা যাবে অন্য কাউকে।

    বিজ্ঞাপন

    জানা গেছে, কোচ লিওনেল স্কালোনিই মার্তিনেজকে শেষ প্রীতি ম্যাচে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বকাপজয়ী ও দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন মার্তিনেজের সঙ্গে কথা বলে স্কালোনি জানিয়েছেন, তিনি আসন্ন ফিফা উইন্ডোর সময় জাতীয় দলের সঙ্গে সফরে থাকবেন না। এর ফলে দলের তরুণ গোলরক্ষকদের পরখ করে দেখতে পাবেন স্কালোনি।

    মার্তিনেজ যে জাতীয় দলে অপরিহার্য ও অন্যতম প্রধান খেলোয়াড়, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য তার জায়গা নিশ্চিত হওয়ায় কোচিং স্টাফের পরিকল্পনা অনুযায়ী আসন্ন প্রীতি ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে এবং বিকল্প গোলরক্ষকদের নিজেদের প্রমাণের সুযোগ করে দেওয়া হচ্ছে।

    মার্তিনেজের অনুপস্থিতিতে অ্যাঙ্গোলা ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোলপোস্টে ওয়াল্টার বেনিতেজকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। কয়েক মাস আগে তিনি পিএসভি থেকে বিদায় নিয়ে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসে যোগ দেন। তবে প্রিমিয়ার লিগে এখনো নিয়মিত সুযোগ পাননি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:54 PM একীভূত প্রক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের পরিচালনা পরিষদ বিলুপ্ত 2:40 PM পদত্যাগ করে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেলের 2:09 PM আমি হয়তো কথা দিয়ে অনেক সময় কথা রাখতে পারবো না 1:44 PM অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন চায় বিএনপি 1:00 PM সিরিজের আগে সালাহ উদ্দিনের পদত্যাগ 12:39 PM দল থেকে বাদ পড়লেন মার্তিনেজ 12:20 PM বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের নিহত ৫ 11:58 AM ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির আঘাতে লণ্ডভণ্ড ,মৃত্যু ৬৬ 11:39 AM জামায়াত কোনো জোট গঠন করবে না 11:23 AM টকশোতে যা দেখালেন রাশমিকা