• রাজনীতি

    নির্বাচন নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস

      প্রতিনিধি 4 November 2025 , 2:53:46 প্রিন্ট সংস্করণ

    নির্বাচন নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস
    নির্বাচন নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। তালিকা ঘোষণা অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় প্রার্থী নির্বাচিত হওয়ার পরে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।

    মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিএনপি মহাসচিব লিখেন, এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন।

    পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও লিখেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও ১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সব নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সঙ্গে থাকার জন্য!

    বিজ্ঞাপন

    তিনি লিখেন, আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানে না! আমি যখন ১৯৮৭ তে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটি একদমই ছোট ছিল! ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল! সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল! বুঝতে পারছিল কী ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে!

    তিনি আরও লিখেন, আমার মেয়ে দুটির হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে! মনে পরে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে! যাতে মেয়ের পাশে থাকতে পারি! গল্পগুলো অন্য কোনও দিন বলব যদি আল্লাহ চান! এ রকম গল্প আমাদের হাজার হাজার নেতাকর্মীর আছে!

    বিএনপি নেতা লিখেন, এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন! যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে!

    পরিশেষে তিনি লিখেন, আপনারা সবাই আমার জন্য দোয়অ করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন! আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব ইনশাআল্লাহ! বিএনপির সেই যোগ্যতা আছে দেশকে মর্যাদার সঙ্গে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার! ইনশাআল্লাহ! আপনারা পাশে থাকেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:18 PM শাপলা কলি, হ্যান্ডশেক ও কাঁচি পেল ৩ দল 7:31 PM জেলা জজ পদে ৩ শতাধিক বিচারককে পদোন্নতির সিদ্ধান্ত 6:40 PM খালেদা জিয়ার আসনগুলোতে প্রার্থী দেবে না এনসিপি 6:29 PM এগ স্যান্ডউইচ তৈরি কতোটা সহজ! 5:57 PM ট্রাইব্যুনালে আইনজীবী পেশায় নুসরাত ফারিয়া 5:55 PM মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত 5:38 PM ডেঙ্গুতে মৃত্যু ৪, ভর্তি ১ হাজার ১০১ 5:29 PM হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ 5:10 PM সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন, পেছাল সাক্ষ্যগ্রহণ 5:03 PM ৮ ডিসেম্বর রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল