• চাকরি

    প্রাথমিক বিদ্যালয়ের সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

      প্রতিনিধি 3 November 2025 , 4:10:03 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নানা সংগঠনগুলোর সমালোচনার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুনভাবে সৃষ্ট সংগীত শিক্ষক পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে বাতিল করা হয়েছে শরীরচর্চা শিক্ষকের পদও।

    মন্ত্রণালয় জানিয়েছে, এই দুটি পদ বাদ দিয়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’-এ কিছু শব্দগত সংশোধন আনা হয়েছে।

    সংশোধিত সংস্করণটি গত আগস্টে প্রকাশিত মূল বিধিমালার পরিবর্তনসহ জারি করা হয়েছে।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান সোমবার জানান, “আগের বিধিমালায় শিক্ষক পদ চারটি ক্যাটাগরিতে ভাগ করা হলেও সংশোধিত সংস্করণে দুটি পদই রাখা হয়েছে।

    বিজ্ঞাপন

    সংগীত ও শরীরচর্চা সহকারী শিক্ষকের পদ নতুন বিধিমালায় নেই।

    পদ বাতিলের সিদ্ধান্ত ধর্মভিত্তিক সংগঠনগুলোর চাপের প্রভাব কি না-এ ধরনের প্রশ্নে তিনি সরাসরি মন্তব্য এড়িয়ে যান এবং বলেন, “আপনারা এটি খতিয়ে দেখতে পারেন।”

    এছাড়া, বিধিমালায় একটি শব্দগত সংশোধন আনা হয়েছে। অতিরিক্ত সচিব বলেন, “আগের বিধিমালায় মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের মধ্যে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য এবং বাকি ৮০ শতাংশ পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য উল্লেখ ছিল।

    ‘অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধটি বিভ্রান্তিকর ছিল। এখন এটি সংশোধন করে বলা হয়েছে, ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী’ আবেদন করতে পারবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:15 PM আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল 11:09 PM জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা 9:21 PM ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ 9:15 PM জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপির মিল্টন 8:04 PM বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কে কোথায় লড়বেন 6:57 PM বিমানবন্দরে ধরা পরলো ভুয়া কাস্টমস অফিসার 6:27 PM যে আসন থেকে লড়বেন তারেক রহমান 6:16 PM বগুড়া, দিনাজপুর ও ফেনী থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া 5:59 PM ২৩৭ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা 5:49 PM যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬০ হাজার ৮০২ টন গম