খেলা

২০২৭ পর্যন্ত টাইগারদের টেস্ট অধিনায়ক শান্ত

  প্রতিনিধি 1 November 2025 , 6:35:59 প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

গুঞ্জন ছিল, লাল বলের ক্রিকেটেও অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে লিটনের কাঁধে। তবে সেসব গুঞ্জন আপাতত উড়িয়ে দিয়ে টাইগারদের লাল বলের নেতা থাকছেন নাজমুল হোসেন শান্তই। ২০২৭ সাল পর্যন্ত টেস্ট দলের নেতৃত্ব দেবেন তিনি।

২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের নেতৃত্ব দেবেন শান্ত। শনিবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে বিসিবি।

বিজ্ঞাপন

গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সবর্শেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলন করে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে আর টেস্ট খেলেনি বাংলাদেশ। বিসিবি এবার জানিয়েছে, শান্তই অধিনায়কত্ব চালিয়ে যাবেন।

তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। কিন্ত টি-টোয়েন্টিতে ছন্দে না থাকায় তাকে সরিয়ে অধিনায়কের দায়িত্ব দেন লিটনকে। তারপর ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক হিসেবে গত জুনে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল তার। তবে সেই সফরের আগে ওয়ানডে থেকেও তাকে সরিয়ে নেয়া হয়। তার জায়গায় ওয়ানডে ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে।

চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের আগে টেস্ট অধিনায়ক বিবেচনায় বেশ কয়েক জনের সঙ্গে আলোচনা করেছে বিসিবি। তালিকায় ছিলেন লিটন ও মিরাজ। যদিও শেষ পর্যন্ত শান্তকে রাজি করিয়ে টেস্ট দলের নেতৃত্ব দেয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
11:59 PM নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য 11:44 PM ঢাকা এয়ারপোর্টে ৬৩৭৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 11:22 PM ভয়ংকর পারমাণবিক অস্ত্র আনলেন পুতিন, আতঙ্কে ইউরোপ 9:42 PM প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ 8:23 PM মিডিয়া-তৃণমূলের যোগাযোগে বিএনপির ৭ সদস্য বিশিষ্ট কমিটি 7:55 PM মোন্থা দুর্বল হয়ে লঘুচাপ: আরও ১০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা 7:23 PM রোববার নয়াপল্টনে বিএনপির যৌথসভা 7:10 PM সালমান শাহ হত্যার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন 6:53 PM নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার 6:35 PM ২০২৭ পর্যন্ত টাইগারদের টেস্ট অধিনায়ক শান্ত