প্রতিনিধি 1 November 2025 , 5:42:19 প্রিন্ট সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের মতামত জনগণকেই নিতে দিতে হবে। দেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে। শনিবার (১ নভেম্বর) রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী ফোরাম এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন-এফবিসিসিআই সাবেক পরিচালক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

আমীর খসরু আরও বলেন, ঐক্যমতে যারা আছে তারা তাদের মতামত জনগণের ওপর চাপিয়ে দিতে চায়, তাদের এ দায়িত্ব কেউ দেয়নি। তারা এসব করে আগামী নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে। তিনি বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। ব্যবসায়ীরা কোনো বিনিয়োগ করতে পারেছে না। ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারি কেন, পারলে এখনই নির্বাচন দিয়ে তাদের (ব্যবসায়ীদের) মুক্ত করে দিন।
সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, নাটোর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মান্নান, নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, জয়পুরহাট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমিনুল বারি, হিলি বন্দর সিএমএফএফ সভাপতি ফেরদৌস হক, সোনামসজিদ স্থলবন্দরে সভাপতি আলহাজ্ব একরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।