অর্থনীতি

চলতি করবর্ষে এখন পর্যন্ত ১০ লাখের বেশি ই-রিটার্ন দাখিল

  প্রতিনিধি 31 October 2025 , 5:09:07 প্রিন্ট সংস্করণ

অনলাইনে ই-রিটার্ন সফটওয়্যার। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

চলতি ২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত ১০ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন। যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর এর তথ্যমতে, এছাড়াও প্রায় ৩০ লাখের বেশি করদাতা এরই মধ্যে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। এনবিআর থেকে প্রশিক্ষণ নিয়েছেন ১৫ হাজারের বেশি করদাতা। করদাতাদের সেবা দিতে এনবিআরের হটলাইনও চালু রয়েছে। এদিকে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করা হয়েছে। মোবাইলে ওটিপি পাঠানোর পরিবর্তনে এখন তাদের মেইলে তা পাঠানো হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, কয়েকটি শ্রেণি বাদে এ বছর সবাইকে অনলাইনে ই রিটার্ন জমা দিতে হচ্ছে। এমন বাধ্যবাধকতা এনেছে এনবিআর। এক বিশেষ আদেশের মাধ্যমে এ বছর ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সকল ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর।

২০২৫-২৬ করবছরে বেশ কয়েক শ্রেণির করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাদকতা থেকে অব্যাহতি দেয়া হলেও তারা ইচ্ছা পোষণ করলে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন।

অপরদিকে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে তিনি পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ২০২৫-২৬ করবছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম শুভ উদ্বোধন করেন। করদাতারা এনবিআর’র ওয়েবসাইট ব্যবহার করে সহজে অনলাইনে রিটার্ন পূরণ করে অনলাইনে দাখিল করতে পারছেন।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
10:44 PM আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার প্রায় ৩ হাজার : পুলিশ 10:20 PM ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ 8:23 PM সেরা ইনিংস তামিমের, ওয়েস্ট ইন্ডিজকে ১৫২ রানের টার্গেট 8:00 PM বগুড়ায় বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত 7:48 PM বাণিজ্য সহযোগিতায় ‘বিএফটিআই’ এবং আইটিডি’র সমঝোতা চুক্তি 7:27 PM ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি 7:11 PM তৃতীয় দফার বর্ধিত মেয়াদও শেষ ঐকমত্য কমিশনের 7:02 PM প্রতারণার অভিযোগে শাহীন সোলাইমান গ্রেফতার 6:37 PM নিয়মিত আনারস খাওয়ার উপকারিতা 6:20 PM গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত