খেলা

ঢাকায় হচ্ছে না বাংলাদেশ ও আফগানিস্তান প্রীতি ম্যাচ

  প্রতিনিধি 29 October 2025 , 6:35:00 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের মুখোমুখি হওয়ার আগে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। শেষ পর্যন্ত ম্যাচটি হচ্ছে না। ‘তবে ‎ওই প্রীতি ম্যাচের জন্য ভিন্ন কোনো প্রতিপক্ষ পাওয়ার চেষ্টা চলছে। এর মধ্যে কয়েকটি দেশের সঙ্গে কথা হয়েছে, যা দুই-এক দিনের মধ্যে জানাতে পারবে বাফুফে।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বুধবার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমন্ত্রণ পাঠানো দেশগুলোর তালিকায় নেপালও আছে। তারা বাংলাদেশে ম্যাচ খেলতে মৌখিকভাবে সম্মতিও দিয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, ‎আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য প্রস্তুতির অংশ হিসেবে ১৩ নভেম্বর ঢাকায় আফগানদের সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। আফগানিস্তানও বাফুফেকে সফরের দিনক্ষণ চূড়ান্ত করেছিল, কিন্তু হঠাৎই তারা সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে।‎

গোলাম গাউস এ বিষয়ে আরও বলেন, ‘আফগানিস্তান জানিয়েছে তারা বাংলাদেশে খেলতে আসবে না। কারণ, মিয়ানমার বাংলাদেশে আসতে চাচ্ছে না। ১৩ নভেম্বর প্রীতি ম্যাচের জন্য ভিন্ন কোনো প্রতিপক্ষ পাওয়ার চেষ্টা চলছে। কয়েকটি দেশের সঙ্গে কথা হয়েছে দুই-এক দিনের মধ্যে জানাতে পারব।’

অপরদিকে, বাংলাদেশ-ভারত ম্যাচের দিনই ঢাকার কিংস অ্যারেনায় এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মিয়ানমারের বিপক্ষে খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মিয়ানমার বাংলাদেশ সফরে আসতে রাজি নয়। সে জন্য আফগানিস্তানও বাংলাদেশের সঙ্গে ম্যাচটি বাতিল করেছে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
11:51 PM আলোচনায় তিন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকার 11:34 PM আগারগাঁও–শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল আবারও বন্ধ 10:04 PM লিটনদের ব্যাটিং ব্যর্থতায় ক্যারিবীয়দের সিরিজ জয় 9:12 PM নির্বাচন বানচালে ভেতর-বাহিরের অপশক্তি কাজ করবে: প্রধান উপদেষ্টা 8:45 PM নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও নৌবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত 8:10 PM রুপারও নতুন দাম নির্ধারণ: ৪ হাজার ২৪৬ টাকা ভরি 7:42 PM স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৮৫ জন-নিয়োগে বিজ্ঞপ্তি 7:24 PM অতিরিক্ত-ফি প্রত্যাহারের দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের মানববন্ধন 6:35 PM ঢাকায় হচ্ছে না বাংলাদেশ ও আফগানিস্তান প্রীতি ম্যাচ 6:17 PM সিরিজ বাঁচানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ