• রাজনীতি

    আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন : নাসীরুদ্দীন পাটওয়ারী

      প্রতিনিধি 29 October 2025 , 12:20:48 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    তিনি বলেন, আসিফ নজরুলের বড় দায়বদ্ধতা রয়েছে। বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে। এখন দেখি আসিফ নজরুল কোর্টে কত বড় বল ফেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এখন দেখি উনি বাংলাদেশের মানুষের প্রয়োজনটা কতটুকু পূরণ করে দিতে পারেন।

    নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজকে সংস্কারের বিষয়ে বাংলাদেশের একজন রাজনীতিবিদ বলেছেন, এটা নাকি হাস্যকর। আপনারা দেখেননি? রানা প্লাজা দুর্ঘটনা যখন হয়েছিল বা অতীতে যখন কিশোররা রাস্তায় নেমেছিল মন্ত্রী-এমপিরা খিলখিল করে হাসছিল; সেই স্মৃতি মনে নেই? যখন এই আন্দোলনটা হচ্ছিল, তখন হেয় করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, বড় বড় আরাম কেদারায় বসে ভয়াবহ হাসি ফুটিয়েছিল। তাদেরই বংশধররাই এখন বলেতেছে, এটা নাকি হাস্যকর। আপনার কোথায় হাসি আসে একটু বলবেন আমাদের? তাহলে আমরা আপনার হাসিটা একটু বন্ধ করে দেবো। তখন আপনার কান্না আসবে, কারণ আমাদের এখনো কান্না আসে।’

    বিজ্ঞাপন

    তিনি বলেন, ‘বাংলাদেশের যে সব পলিটিশিয়ানদের খুব হাসতে ইচ্ছে করে, আপনারা আমাদের কাছে আসবেন; আমরা আপনাদের হাসি বন্ধ করে কান্না ছুটিয়ে দেবো। যথেষ্ট হয়েছে, যথেষ্ট ধৈর্য ধারণ করেছি।’

    এনসিপি নেতা বলেন, ‘বাংলাদেশের যেসব সৈনিক ভাই রাজপথে নেমে এসেছিল, আমরা সরকারকে বলবো, আপনারা এই সৈনিকদের পুরস্কৃত করুন। আপনারা দেখবেন, তাদের মুখ শুকিয়ে গেছে সারাদিন ডিউটি করে, একটার পর একটা সমস্যা সমাধান করে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন জানাই, সৈনিক যারা রয়েছেন, তাদের পুরস্কৃত করুন। তাদের বেতন ভাতা বাড়িয়ে দিন। যারা অপরাপর পেশাজীবী আছেন, তারা যেসব দাবি নিয়ে আসছেন, দাবিগুলো পূরণ করুন।’

    তিনি বলেন, ‘এনসিপি রাজনীতি করবে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছি। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে অন্য জায়গায় ঠেলে দেবেন না।’

    নাসীরুদ্দীন বলেন, ‘রাষ্ট্রের একটি সিস্টেমেরও কোনো পরিবর্তন হয়নি। এই গণ অভ্যুত্থানে আহতরা পর্যন্ত চিকিৎসা পান না।’

    তিনি বলেন, ‘আপনারা বলছেন, ভবিষ্যতে সংস্কার করবেন, তাহলে আজকে তো আপনাদের সামনে সংস্কার প্রস্তাব রয়েছে, এগুলোতে কেন সাইন করছেন না? কেন বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছেন না। এসব ভন্ডামি আপনাদের বন্ধ করতে হবে। বাংলাদেশের তরুণরা এ বিষয়ে যথেষ্ট সচেতন। এদের আপনারা কলা দেখাতে পারবেন না।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:39 PM বিনিয়োগকারীদের আইপিওর শেয়ার বরাদ্দ আবারও লটারিতে 3:16 PM ঝিনাইদহে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭৯ জন কয়েদি 1:52 PM “এক দিন আগে নয়, পরেও নয় ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন” 1:30 PM ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ 1:21 PM দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা 1:09 PM “আমি ভাবছিলাম বিশ্বকাপ খুব ছোট, কিন্তু এখন দেখি অনেক বড়” 12:58 PM বিয়ে করছেন জেফার-রাফসান! 12:48 PM জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ 12:41 PM রাজধানীর পল্লবী এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে পিস্তলসহ আটক ১ 12:14 PM থাইল্যান্ডে ট্রেনের উপর ক্রেন ভেঙে নিহত অন্তত ২২