আন্তর্জাতিক

পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

  প্রতিনিধি 28 October 2025 , 8:09:33 প্রিন্ট সংস্করণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ প্রতিনিধি। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

জ্যৈষ্ঠ প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশে ২০০ সদস্যের একটি বড় পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করছে-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২০০৮ সালের পর এই প্রথম ইইউ বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাচ্ছে।

এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাষ্ট্রদূত মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকায় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই ঘোষণা দেন। আসন্ন নির্বাচন ফেব্রুয়ারির প্রথম ভাগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাইকেল মিলার বলেন, ইইউ পর্যবেক্ষক মিশনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে এতে ১৫০ থেকে ২০০ সদস্য থাকতে পারে। এর মধ্যে কিছু সদস্য ভোটের প্রায় ৬ সপ্তাহ আগে আসবেন এবং অন্যরা ভোটের প্রায় এক সপ্তাহ আগে যোগ দেবেন।

বিজ্ঞাপন

“২০০৮ সালের পর এটাই প্রথমবার, যখন ইইউ বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে,” বলেন রাষ্ট্রদূত মিলার। তিনি আরও জানান, ভোট চলাকালে স্থানীয় পর্যবেক্ষকদের নিয়োগ দিতেও ইইউ সহায়তা করবে। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুই পক্ষ শাসন ও সাংবিধানিক সংস্কার, নির্বাচন প্রস্তুতি, বিচার ও শ্রম সংস্কার, বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, এবং দেশের সার্বিক রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত মিলার জুলাই জাতীয় সনদকে “অত্যন্ত গুরুত্বপূর্ণ” দলিল হিসেবে উল্লেখ করেন, যা গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করতে সহায়তা করবে বলে তিনি মনে করেন। এছাড়া তিনি জানান, বাংলাদেশ যাতে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মধ্যম আয়ের দেশে সফলভাবে উত্তরণ করতে পারে, সে লক্ষ্যে ইইউ সহযোগিতা অব্যাহত রাখবে।

দুই পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়েও আলোচনা করেন। এর মধ্যে ছিল অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির সম্ভাবনা, এবং বিমান ও নৌ পরিবহন খাতে নতুন সুযোগ অনুসন্ধান। তারা মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধেও একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন।

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল উন্নয়ন ও পরিচালনার জন্য বৈশ্বিক শিপিং জায়ান্ট এ.পি. মোলার-মার্স্কের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে রাষ্ট্রদূত মিলার জানান, ‘ডেনমার্কের এই প্রতিষ্ঠানটি প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে লালদিয়াকে এ অঞ্চলের অন্যতম আধুনিক টার্মিনালে রূপ দিতে চায়’।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:12 AM সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সিজেসিএসসির সৌজন্য সাক্ষাৎ 9:47 PM কমেছে সোনার দাম: প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ 8:09 PM পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন 7:39 PM ‘ঐক্যের বদলে অনৈক্যের প্রচেষ্টার জন্য কমিশনকে ধন্যবাদ’ 7:00 PM নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদারে ডিএমপিকে ইসির চিঠি 6:16 PM বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট 6:05 PM বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনের নির্দেশ 6:01 PM জামায়াতের সঙ্গে ইসলামী ব্যাংকের কোনো সম্পর্ক নেই: গোলাম পরওয়ার 5:46 PM জামায়াতের ১৮ দফা দাবি নির্বাচন কমিশনের কাছে 5:45 PM বরিশাল উজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে আগুন